Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

বায়োকেমিক চিকিৎসা বই PDF Download❤️(New)

Biochemical medical book Pdf Bangla || বায়োকেমিক চিকিৎসা বই pdf

book বায়োকেমিক মেটেরিয়া মেডিকা PDF
Author
Publisher
Country ভারত
Download Language বাংলা

কোনও কারণে পাড়ার ছেলেরা চোটপাট করছে। এ সব ক্ষেত্রে সঙ্গী হয় অশান্তি, উদ্বেগ এবং কখনও কিছু শারীরিক উপসর্গও। মোটামুটি শক্ত ধাতের মানুষ হলে ব্যাপারগুলি কোনও না কোনওভাবে সামলে ফেলেন। সমস্যা হয়, যখন বড় দুর্ঘটনা ঘটে। বা ছোটখাটো সমস্যা রোজ একটু একটু করে জমে সমস্যার পাহাড় তৈরি করে। যা ডিডোতে শক্ত মানুষও অনেক সময় হালে পানি পান না। নরম হলে তো কথাই নেই।  এ প্রসঙ্গে দুটি ঘটনার কথা বলি। প্রথমটি নমিতার কথা ।

সাধারণ একটি মেয়ে। কয়েক মাস আগে পর্যন্ত বাচ্চা মানুষ করা, স্বামীর দেখভাল এবং কেরাণীর চাকরি, এই ছিল ওর জীবনের বৃত্ত। স্বামীর মন রাখতেও কখনও সাজগোজ করেনি। কখনও ওর মনে হয়নি শরীর-্বাস্থ্য ঠিক রাখা দরকার। কাছে বসে গল্প করার চেয়ে স্বামীকে ভালমন্দ খাওয়ানোর দিকে মন ছিল বেশি। যদিও বহুবার এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে।  তারপর, এল সেই দিন। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নমিতার! সাদাসিধে শিক্ষিত স্বামীটি তার কীভাবে জড়িয়ে পড়লেন আয়ার সঙ্গে! সম্পর্ক তৈরি করা এত সহজ! নাকি কঠিনইর্বছিল প্রথমে, অনেকদিন ধরে ধীরে ধীরে জমি প্রস্তুত হচ্ছিল? নমিতা বোকা। নমিতা ভালবাসা বলতে যত্বু করাই কেবল বোঝে, তাই স্বামীকে নিয়ে মহা নিশ্চিন্তে বসে ছিল!  ওই ঘটনার পর সাতদিন ওর জ্ঞান ছিল না।

খাওয়া, ঘুম, কথা বন্ধ হয়ে যায়। নার্সিংহোমে ভর্তি করতে হয়। বাড়াবাড়ি কমলেও অফিস যাওয়া, কাজকর্ম বা স্বাভাবিক কথাবার্তা বন্ধ ছিল দীর্ঘদিন। আটমাস ওষুধপত্র এবং কাউন্সেলিংয়ের পর সুস্থ হয়ে উঠেছে নমিতা। এখনও ঘুমের ওষুধ খেতে হয়। আসলে একা শোওয়া আর চোখের সামনে ভেসে ওঠা ছবিগুলিকে ঢাকতেই দরকার হয় ওযুধের। নাকি ওষুধের অভ্যেসই হয়ে গেল! কে জানে কি? আঘাতের তীব্রতা কমলেও বিস্ময়বোধ এখনও কাটেনি। ছোট থেকে যে সব বিশ্বাস লালন করে বেড়ে উঠেছিল, আঘাত যে লেগেছে তারই মূলে!  চাপ সামলাতে না পেরে তাকে জটিল করে তুলেছে নমিতা । তারই ফলে একাকিত্ববোধ, ভাল না লাগা, ঘুমের ওষুধ। মাইগ্রেন আর উচ্চ রক্তচাপও এসেছে। চাপ আরও ক্রনিক হলে আসতে পারে আরও অনেক অসুখ। দ্বিতীয় ঘটনার সময়কাল ১২ বছর।
Medical Banghla This Pdf link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button