অসীম সম্পর্কের বন্ধন PDF Download ওয়ালিউল ইসলাম – Ashim Samporker Bondhon PDF Download Waliul Islam

অসীম সম্পর্কের বন্ধন PDF Download ওয়ালিউল ইসলাম – Ashim Samporker Bondhon PDF Download Waliul Islam

প্রিয় পাঠক,তোমাদের বহুল প্রতিক্ষিত বই অসীম সম্পর্কের বন্ধন ওয়ালিউল ইসলাম pdf download ও রিভিউঃ ‘আজ কি চাঁদনী পশর রাইত? এমন রাতে অহনার হাত ধরে কিছুক্ষণ হাঁটতে পারলে ভালো হতো। সুহৃদ দেখল অহনার চোখ জলে টলমল করছে। এ কি শুধুই মায়া! নাকি অন্য কিছু, জানে না সুহৃদ! তবে সীমার মধ্যে অসীম সে সম্পর্কে বন্ধন। জগৎ কয়দিনের? সম্পর্ক বেঁচে থাকুক মায়ার বন্ধনে অনন্তকাল।’ সুহৃদ। মানুষ হিসেবে বোকা, সহজ সরল, আলাভোলা একজন…। তবে মানুষকে আকৃষ্ট করার এক অলৌকিক ক্ষমতা তার হাসিমাখা চেহারায়। সরল চাহনি, ন¤্র ব্যবহার আর সাজিয়ে কোনো কথাকে সে উপস্থাপন করতে পারে সহজেই। তাছাড়া, মানুষকে হাসানো ও মন ভালো করার অপূর্ব কৌশল জানে বলেই অল্পদিনে বন্ধু মহলে বেশ জনপ্রিয় হয় সে… সুহৃদের বন্ধু অহনা। এক সাথে ক্লাস, এক সাথে চলা-বলা আর খুনসুটির মধ্য দিয়ে হয় সম্পর্কের বন্ধন। সুহৃদ এ উপন্যাসের প্রধান চরিত্র। তার জীবনের রেখাচিত্র অঙ্কিত হয়েছে এ বইটির পতায় পাতায়। কখনো স্বপ্নকথায় , কখনো স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা আর কল্পনার ঝর্ণাধারায় ভেসে বেড়ায় সুহৃদ। তাকে ঘিরে নানা চরিত্রের গমনাগমন। কেউ মুগ্ধতা ছড়ায়, কেউ এনে দেয় বিস্বাদের প্রতিবিম্ব। অহনা আর সুহৃদের এক নাটকীয় দৃশ্যের মধ্য দিয়ে এ উপন্যাসের ইতি টানেন ওয়ালিউল ইসলাম। তার প্রথম উপন্যাসের যে উত্তেজনা আর দীর্ঘ অপেক্ষার ক্লান্তি তা প্রতিয়মান হয় প্রচ্ছন্নভাবে।

অসীম সম্পর্কের বন্ধন ওয়ালিউল ইসলাম রিভিউ ও পিডিএফ ডাউনলোড

এখন আমরা ওয়ালিউল ইসলাম এর লেখা অসীম সম্পর্কের বন্ধন বইটি নিয়ে সংক্ষেপে জানব।
নাম- (বই ও লেখক)অসীম সম্পর্কের বন্ধন ওয়ালিউল ইসলাম
প্রকাশকসাহিত্যদেশ
ফাইল ফরম্যাটpdf download | বাংলা পিডিএফ (ইবুক)
Link ধরণGoogle Drive | Epub
Page & Edition80 | 1st Pulished, 2022 (পৃষ্ঠা)

1st Pulished, 2022 এর এ বইটি আশা করি ভাল লাগবে।

ডাউনলোড করুন-
PDF Downnload Link(Click View)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *