Currently set to Index
Currently set to Follow
Tips and Tricks

জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড PDF 2022❤️(লিংক)

বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2022 অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রতিটি কাজে জন্ম ও মৃত্যুতে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে জন্ম নিবন্ধন সনদের ডিজিটাল বা অনলাইন কপি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। খুব বেশি কথা না বাড়িয়ে আমার সরাসরি জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ লিংক আপনাদের সামনে তুলে ধরব।

অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড  – jonmo nibondhon form download

জন্ম নিবন্ধন আবেদন যাচাই করার লিংক- https://bdris.gov.bd/br/application/status

জন্ম নিবন্ধন সংশোধন – https://bdris.gov.bd/br/correction

প্রশ্নাবলীঃ জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২ জানুন

প্রশ্ন 1ঃ জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে?

জন্ম নিবন্ধন সংশোধন করতে খুব অল্প টাকাই লাগে। এক্ষেত্রে জন্ম বা মৃত্যুর ৪৫দিন পর থেকে শুরু করে ৫বছর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা নিবন্ধন (সাকুল্যে) দেশে ২৫টাকা লাগে।

বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেট অনুযায়ী জন্ম নিবন্ধন সংশোধন করতে যত টাকা লাগে

প্রশ্ন 2ঃ  পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে অফলাইনে জন্ম নিবন্ধন সনদ করা হলে সে তথ্য কি অনলাইনে পাওয়া যাবে?

উত্তরঃ হ্যাঁ অবশ্যই, শহর কিংবা গ্রামের যেকোনো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে জন্ম নিবন্ধন সঠিকভাবে করলেই সে তথ্য অনলাইনে পাওয়া যাবে।

প্রশ্ন 3: অনলাইন হতে ডাউনলোড করা জন্ম নিবন্ধন সনদ কি প্রিন্ট করে ব্যবহার করা যাবে?

উত্তরঃ যেসব সরকারী ও বেসরকারী কাজে জন্মনিবন্ধনের মূল কপি দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই জন্ম নিবন্ধন টি ব্যবহার করতে পারবেন না। বাদবাকি সকল ধরনের কাজে আপনি মোটামুটি এই জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতে পারবেন।

প্রশ্ন 4: মূল জন্ম নিবন্ধনটি কত ডিজিটের হয়ে থাকে?

উত্তরঃ সাধারণত ১৭ ডিজিট/অঙ্কের জন্ম নিবন্ধন দেখা যায়। এছাড়াও ১৫ বা ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে পূর্বের জন্ম সনদে শেষ ৫ ডিজিট ব্যক্তিগত পরিচিতি নম্বর ছিল, সেটাকে ৬ ডিজিট করার জন্য শুরুতে একটি ০ যোগ করতে হবে।

প্রশ্ন ৫ঃ  একজন ব্যক্তি একের অধিক জন্ম সনদ হয়ে গেলে কি করণীয়?

উত্তরঃ একজন ব্যক্তির একটির বেশি জন্ম নিবন্ধন সনদ হয়ে গেলে তখন অতিসত্বর তা বাতিল করা উচিৎ।

jonmo nibondhon form download
jonmo nibondhon form download

আশা করি এই পোস্টটি ভালো লেগেছে, জন্ম নিবন্ধন আবেদন ফরম সম্পর্কিত আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে তা আমাদের জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button