Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

ডিজিটাল সার্ভে বই PDF Download (All)

আমিনশীপ বই: ডিজিটাল সার্ভে বই PDF Download link-

http://www.slideshare.net/tanbircox/land-measurement-and-survey-40638966

ডাউনলোড লিংকঃ

http://www71.zippyshare.com/v/30892533/file.html

 মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে বাটোয়ারা আইন পুস্তক খানি প্রণয়ন ও প্রকাশের দীর্ঘদিনের লালিত ইচ্ছা বাস্তবায়িত হতে যাচ্ছে। এজন্য মহা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।  কোন কাজই একক প্রচেষ্টায় সম্ভব নয়। এর পিছনে থাকে অনেকের প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য সহযোগিতা । এক্ষেত্রে তার কোন ব্যত্যয় নেই। পুস্তকখানি প্রণয়নে নিজের প্রয়োজন এবং বন্ধু-বান্ধবদের তাগাদার ভূমিকা প্রভূত । অনুরূপ ইহা প্রকাশে জনাব শহজাহান সরকার, নিউ ওয়ার্সী বুক কর্পোরেশন, ঢাকার অবদান অনস্বীকার্য । তাই এক্ষেত্রে তাদের অবদান কম নয়। এজন্যে তারা কৃতজ্ঞতার দাবীদার ।  ভূমিকায় যেহেতু লেখক বা গ্রন্থকারের কথাই থাকে। তাই প্রন্থখানি বিন্যাস এবং বিষয়বস্তুর উপর দু’এক কথা বলা প্রয়োজন ।  বাটোয়ারা আইন, ১৮৯৩ বাটোয়ারাঁ মোকদ্দমার একক কোন নির্দেশনা নয়। সম্পৃক্ত । যেমন-দেওয়নী আইন, তামাদি আইন, স্ট্যাম্প আইন, ব্যক্তিগত আইন প্রভৃতি। যেহেতু দেওয়ানী মোকদ্দমার সাথে এসব আইন প্রত্যক্ষভাবে সম্পৃক্ত, সেহেতু সেসব আইনের প্রয়োজনীয় ধারা বা বিধানাবলী গ্রন্থে বিধৃত হয়েছে। এছাড়া সহায়ক হিসেবে বাটোয়ারায় মোকদ্দমার আরজী এবং তার জবাব সহ একটি বাটোয়ারা সংক্রান্ত কেইস স্টাডি ও সন্নিবেশিত হয়েছে । আমার মনে হয় বাটোয়ারার সাথে যারা কোন না কোনভাবে সম্পৃক্ত তারা এ থেকে কম-বেশী উপকৃত হবেন। বলতে কি, আমার সাধনার স্বার্থকতা সে-খা-নেই।  বাটোয়ারা মোকদ্দমা গ্রন্থখানি ছারা কেবলমাত্র আইন ব্যবসায়ী বা আইন শিক্ষার্থীরাই উপকৃত হবেন না, গ্রাম বাংলায় যারা এ জাতীয় মোকদ্দমার তদবির করে থাকেন, তারাও কম-বেশী উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এতে বাটোয়ারা সংক্রান্ত সৃষ্ট জটিলতা অনেকটা হ্রাস পাবে এবং জনগণ এ সম্পর্কে সচেতনতা লাভ করবেন । বিষয়টি স্মরণ করেই গ্রন্থের বাক্য বিন্যাস সহজ সরল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button