তোষামোদ ও রাজনীতির ভাষা PDF Download❤️
অনেক বছরের বঞ্চনা আর অবমাননার অবসান ঘটাতে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম। সেই বাংলাদেশের বয়স পঞ্ঝাশ হলো। এই অর্ধশত বছরে নারী শিক্ষা, নারীর কর্মসংস্থান, জনশক্তি অনেক সাফল্য এসেছে তেমনি অনেক ক্ষেত্রে অবনতিও হয়েছে। যেসব ক্ষেত্রে আপাত সাফল্য এসেছে সেগুলোকে টেকসই করতে হবে। আজ যদি মধ্যপ্রাচ্য কর্মী নেওয়া বন্ধ করে দেয়, ইউরোপ আমেরিকা গার্মেন্টসের বিকল্প বাজার খুঁজে পায় তাহলেই আমাদের অনেক সাফল্যে ধ্বস নামবে। একটি দেশের টেকসই উন্নয়ন তঞ্নই সম্ভব যখন উন্নত মানের মানুষ তৈরি করা যাবে। আর উন্নত মানের মানুষ তৈরির প্রধানতম মাধ্যম হলো শিক্ষা। এই পঞ্চাশ বছরে শিক্ষা ক্ষেত্রে আমাদের অবস্থান বুঝতে শিক্ষার সাথে জড়িত কিছু আন্তর্জাতিক সূচকের দিকে তাকালেই স্পষ্ট হবে। যেমন নলেজ ইনডেক্সে বাংলাদেশ কেবল বিশ্বে না, দক্ষিণ এশিয়ারও তলানিতে। শিক্ষার মানের দিক থেকেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে পিছিয়ে। গবেষণায় বাংলাদেশের অবস্থান বিশ্বে একদম শেষের দিকে। ইন্টারনেট, মোবাইল ডেটার গতির দিক থেকেও সূচকে অনেক নিচে_ এমনকি ইথিওপিয়া কিংবা সোমালিয়ারও নিচে! এ আমাদের অবস্থান পিছিয়ে। অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে নিচে বাংলাদেশ! এই ব্যর্থতার কারণ কি? কারণ হলো দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে পারিনি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে আধুনিক, দক্ষ ও মেধাবী জনশক্তি তৈরি করার কথা, সেখানে প্রতিষ্ঠানগুলোর মান কালক্রমে নিচের দিকে নামছে।
তোষামোদ ও রাজনীতির ভাষা pdf download link:
Download Pdf