মুহসানাত বই PDF Download❤️(All)
মুহস্বানাত | মুহসানাত বই pdf | মুহসানাত (পবিত্র নারীদের পাঠশালায়) pdf | মুহসানাত pdf free download
এসব বই পড়ার ইচ্ছে নাই
তবে ড আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিঃ, স্যারের সব বই কিনেছি পড়েছি, রাহে বেলায়েত, আল ফিকহুল আকবার ( আবু হানিফার জীবনী), হাদীসের নামে জালিয়াতি, ইসলামী আকীদা এগুলো পড়েন দেন আপনার আকীদা সহীহ্ সুন্নাহভিত্তিক হবে ইনশাআল্লাহ।
আপনাদের মতে সহীহ্ হাদিস মানা ভুল?? আর দূর্বল হাদীস/ যয়ীফ মানা বেশি জরুরী??? এখন আবার বইলেন না হাদিস আবার দূর্বল / জাল / যয়ীফ হয় কিভাবে!
কুরআন হাদীস মেনে আগে প্রকৃত মুসলিম হোন তারপর হয় মাজহাবী নিয়ে গোড়ামি করতে আইসেন.
আমিও হানাফি এবং সহীহ হাদিস মেনে চলি সেটা মাজহাবই হোক নবী করিম সঃ এর সুন্নাহ হলেই হলো।।। আর আপনারা আছেন দলাদলি নিয়ে!!! তবে সমাজে শিরক, কুফর, বিদআত নিয়ে আপনাদের জানার ইচ্ছে, বিরত থাকার ইচ্ছে, আলোচনার ইচ্ছে খুব কম দেখা যায়।
এই লেখক কুরআন সুন্নাহ তথা সহীহ্ হাদিস কে ফোবিয়া বানিয়ে ছাড়ছেন নাউজুবিল্লাহ। সুন্নাহকে তথা সহীহ্ হাদিস কে যে অস্বীকার করবে তার লেখা বই টাকা দিয়ে কিনে পাপ কিনতে চাইনা ভাই। বইটা মূলত সহীহ্ হাদিস কে কটাক্ষ করেছে।
আল্লাহ সকল মুসলিম উম্মাহকে এক থাকার তৌফিক দান করুন আমিন, সাথে আপনাদেরকে সহীহ বুঝ দান করুন আমিন।
বিবাহ সংকলন – Pdf
তুমি সেই রাজা তুমি সেই রাণী – Pd