লালগুলো কষ্টের নীলগুলো নষ্টের PDF Download শাইনি শিফা – Lalgulo Koshter NillGulo Noshter PDF Download Shaini Shifa
প্রিয় পাঠক,তোমাদের বহুল প্রতিক্ষিত বই লালগুলো কষ্টের নীলগুলো নষ্টের শাইনি শিফা pdf download ও রিভিউঃ গরম ধোঁয়া ওঠা গরম ভাত পেস্নটে তুললেই আমি আমার আম্মার গন্ধ পাই। মনেহয় আম্মাকে ডেকে বলি, আম্মা ভাত খেতে আসো, ভাত ঠা-া হয়ে যাচ্ছে। কখনো গরম চা’য়ে ঠোঁট পুড়লেই আমার আম্মার মুখটা ভেসে ওঠে। আমার জন্মের কিছুদিন পরেই আম্মা বিএড করতে রাজশাহী ইউনিভার্সির্টিতে চলে যান। আমরা তখন নানাবাড়িতেই থাকতাম। আমার তেমন কোনো কষ্ট হয়েছিলো কি না মনে নেই… তবে আম্মার কষ্ট হতো প্রচুর আমার জন্য। সরকারী চাকরী সূত্রে আব্বা বিভিন্ন পোস্টিং এর জায়গায় যেতেন, আর আম্মা স্কুলের শিড়্গক হয়ে আমাদের নিয়ে পড়ে রইলেন বরিশালে। নিজ হাতে সংসারের সব কাজ সেরে আমাদেরকে স্কুলে পাঠিয়ে তিনিও ছুটতেন স্কুলে। ঘরের চাবি নিয়ে আমরাও স্কুলে চলে যেতাম। আমরা সেই চাবি হারিয়ে কতবার যে ঘরের সামনের সিঁড়িতে বসে থেকেছি! আর ‘আলস্নাহ আলস্নাহ’ করতাম যেন আম্মা এসে ভাইয়াকে বকা না দেন। আম্মা এসে আমাদেরকে ওভাবে বসে থাকতে দেখে নিজেই বকবক করতে করতে দরজা খুলতেন আর আমরা মুরগির বাচ্চার মতো তার পিছু পিছু চুপচাপ ঢুকে আম্মার সেবায় লেগে পরতাম। যাক! এ যাত্রায় তো সবাই রড়্গা পেলাম। রড়্গা আর পেতাম কই? সন্ধ্যায় যখন পড়া ধরতে বসতেন, সেদিন যেন আম্মা একটু বেশিই ‘কড়া মেজাজী মহিলা’ হয়ে উঠতেন। তখন আমরা সবাই সবার পিঠ বাঁচানোর জন্য তুখোড় পড়–য়া হয়ে উঠতাম। আজ আম্মার মধ্যে সেই বাইরে যাবার তাড়াহুড়া পাই না, আমাদেরকে নিজ হাতে ড্রেস বানিয়ে দেবার উৎসাহ দেখি না। আমার বাচ্চারা পড়তে না বসলে যখন আমি নিজেই ‘কড়া মেজাজী মহিলা’ হতে চাই তখন তিনিই বাঁধা দেন সবার আগে। আম্মারা দিনে দিনে ছোট হয়ে যান… আর আমরা বড় হয়ে উঠি। একদিন আমরাও ছোট হয়ে যাবো… আর আমার সন্তানেরা বড় হয়ে উঠবে। আমার মা’সহ সকল মাকে আমার মাথা নত করা কুর্নিশ রইলো।
লালগুলো কষ্টের নীলগুলো নষ্টের শাইনি শিফা রিভিউ ও পিডিএফ ডাউনলোড
এখন আমরা শাইনি শিফা এর লেখা লালগুলো কষ্টের নীলগুলো নষ্টের বইটি নিয়ে সংক্ষেপে জানব।নাম- (বই ও লেখক) | লালগুলো কষ্টের নীলগুলো নষ্টের শাইনি শিফা |
প্রকাশক | বাবুই প্রকাশনী |
ফাইল ফরম্যাট | pdf download | বাংলা পিডিএফ (ইবুক) |
Link ধরণ | Google Drive | Epub |
Page & Edition | 80 | 1st published 2022 (পৃষ্ঠা) |
1st published 2022 এর কবিতা এ বইটি আশা করি ভাল লাগবে।
ডাউনলোড করুন-
PDF Downnload Link(Click View)