Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

(All) বিখ্যাত বই Download Pdf

জনপ্রিয় ও সেরা কিছু বই  Pdf রিভিউ । যা একবার হলেও পড়া উচিত।

হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম এগার টি বিশ্বের সেরা বই। যেহেতু হতে অনেক সময় রয়েছে, তাই ভাবলাম তোমাদের জন্য একটা বইয়ের লিস্ট বানালে কেমন হয়। যা আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। এগুলো বাংলা সাহিত্যের এবং বিশ্বের জনপ্রিয় বই বলে মনে হয় আমার কাছে। আসলে এটা আমার ব্যাক্তিগত অভিমত। আশা করি তোমাদের ও ভালো লাগবে। বাংলা সাহিত্যের এবং বিশ্বের জনপ্রিয় ও সেরা বই , যে বই গুলো সবার পড়া দরকার কিংবা এমন কিছু বই যেগুলো না পড়লেই নয় বা যে বই গুলো সত্যিই পড়া উচিত বলে আমি মনে করি। হতে পারে অনেক কিছুই  বাদ পড়ে গেছে। আপনাদের হয়ত সেরা বই প্রেফারেন্স অন্যরকম ও হতে পারে। তবে হ্যা এটুকু বলতে পারব প্রত্যেকটা বইয়ের এই লিস্টে থাকার বেশ কিছু কারণ রয়েছে। বইগুলো পড়া থাকলে আমার মনে হয় আপনি নিজেও টের পাবেন যে কেন বইগুলো সেরা ও জনপ্রিয় বই এবং একটু অন্য রকম উচ্চতায় স্থান দেওয়া হয়েছে।

যাই হোক, বিখ্যাত কিছু সেরা বই হিসেবে এখানে এগারটি বইয়ের নাম রয়েছে।

১ – শ্রীকান্ত – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেকেই বলেন যে শরৎচন্দ্রের বই না পড়লে নাকি বাংলা সাহিত্য অপুর্ণ থেকে যায়। কথাটা আসলে মিথ্যা না।। [Download]

২- ইউলেসিস – জেমস জয়েস বইটা আমার কাছে একটা মহাকাব্যিক উপাখ্যানের মনে হয়েছে। অনেক কন্ট্রোভার্সাল জিনিস থাকলেও কন্টেক্সট হিসেবে এটা প্রথম শ্রেণীর একটা উপন্যাস বলে আমি মনে করি। [Download]

৩- পথের পাঁচালী – বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এবং অপরাজিত চিরাচরিত বাংলার আবহের মাঝে দুটো মানুষের বেড়ে ওঠা কাব্যিক হাতের ছোয়ায় দেখিয়েছেন এই বইয়ের লেখায়। ট্রিলজিকে বিশ্বের সেরা বই গুলোর মধ্যে অন্যতম হিসেবে স্থান দেওয়া যায়। [Download]

৪- এ টেল অফ টু সিটিস – চার্লস ডিকেন্স যে কয়টি হিস্টরিকাল ফিকশন পড়েছি তার ভেতরে এটা অন্যতম ছিল। এই বইটার এন্ডিং আমার সবচেয়ে বেশিবার পড়া হয়েছে। আমার খুবিই প্রিয় একটি বই এটি। [Download]

৫- দা প্রোফেট – কাহলীল জিবরান যখন সব কিছুই অর্থহীন মনে হয় তখনই মে বি বইটা পড়ার আদর্শ টাইম হিসেবে ধরে নেই আমি। না, এটা দা আলকেমিস্টের মত অপ্টিমিজমে ভরপুর না বাট অন্যরকম একটা মেসেজ পাওয়া যায় এর ভেতর। [Download]

৬- আরণ্যক – বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বইটা পড়ে কয়েকদিন ঘোরের মধ্যে  ছিলাম আমি। এই বইটা বড্ড বেশি কাব্যিক মনে হয়েছে। বড্ড বেশি সুন্দর এই বই। ছাতীম বনে একটা সন্ধায় বসে অনুভব করেই দেখুন কতটা মাতাল হওয়া যায়, বনের মায়ায় কতটা গভীরে যাওয়া যায়। [Download]

৭- পুর্ব পশ্চিম – সুনীল গঙ্গোপাধ্যায় এটি একটি  মহাকাব্যিক উপখ্যান। কিছু বই পড়ে মনে হয় যে লাইফের একটা স্টেজ পার  করে ফেললাম। এই বইটাও ওরকমই বলা যায়। [Download]

৮- অল কোয়ায়েট এট দা ওয়েস্টার্ণ ফ্রন্ট – এরিখ মারিয়া রেমার্ক রেমার্কের যেকোন বইয়ের থিমই হল একরকম মহাযুদ্ধ। এই বইটার কিছু কিছু যায়গায়  ভেতরটা কেপে ওঠার মত । বইটা নিঃসন্দেহে চমৎকার একটি বই। [Download]

৯- ডন কুইক্সোট বা ডন কিহোতো – মিগুয়েল দি সার্ভান্তেস লাইফটা স্যানিটি আর ইনস্যানিটির মাঝখানে রয়েছে সুক্ষ্ম একটা ব্যালেন্স। কতটা সুক্ষ্ম তাই দেখতে পাওয়া যায় এই বইটায়। বিশাল মাপের বই তবুও শেষ করে ভালো লাগবে। [Download]

১০- মবি ডিক – হারম্যান মেল্ভিল খুব বড় মাপের এই বইটি। আমার মাথায় বইটা আজীবন গেথে থাকবে ভয়ানক সমুদ্র বা জাহাজের এডভেঞ্চার ছাড়াও মেটাফোরিকাল রিপ্রেজেন্টেশনের জন্য। [Download]

১১- দেশে বিদেশে – সৈয়দ মুজতবা আলী ভ্রমণ কাহিনী আমার বরাবরই প্রথম পছন্দ। আর এরকম হাস্যরসাত্মক হলে তো কথাই নেই। [Download]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button