Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

হামদর্দ চিকিৎসা বই PDF Download❤️(All)

নতুন সংস্করণ হামদর্দ চিকিৎসা বই pdf | Hamdard medical book pdf bangla | প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্র pdf

এ চিকিৎসক বা সার্জন যিনি খুবই অভিজ্ঞ ও দক্ষ, যিনি মানুষ হওয়ার মেহনত করছেন না, নিজ পূর্ণ যোগ্যতা ও দক্ষতা টাকা-পয়সা উপার্জন ও অসহায় গরীব মিসকীনদের থেকে পয়সা উসূল করার জন্য কাজে লাগাচ্ছেন তার উচিত যে, তিনি যেমনিভাবে একজন ভাল, দক্ষ চিকিৎসক হওয়ার জন্য মেহনত করেন। তেমনিভাবে আসল সফলকাম মানুষ হওয়ার জন্যও চেষ্টা করবেন । আর আসল সফলতা নিহীত রয়েছে আল্লাহ ও তার রাসূলের মর্জি মত চলার মধ্যে ।

সকল নবী গণের শিক্ষার মূল বিষয় এটাই ছিল।  আরেকটি বিষয় লক্ষ্যণীয় যে, যেমনিভাবে একজন চিকিৎসক বা সার্জন শুধুমাত্র বই পড়ে দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে পারেন নি বরং তার জন্য একজন দক্ষ চিকিৎসক ও সার্জনের সান্ধ্য অর্জন করতে হয়েছে তেমনিভাবে হুজুর (সোল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নেক উম্মত হওয়ার জন্য শুধুমাত্র কুরআন হাদীসের অনুবাদ পড়ে নেওয়াই যথেষ্ট নয় বরং তার জন্য এ সকল লোকদের সানিধ্য অর্জন করা জরুরী যারা হুজুরনসোল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম) এর দ্বীনের মেহনত করছেন । এ ছাড়া প্রকৃত দ্বীনদার হওয়া সম্ভব নয় । এই জন্যই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন “ছে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং নেক লোকদের সাহচর্য অবলম্বন কর ।  আল্লাহ তা’আলা আমাদেরকে প্রকৃত দ্বীনদার হওয়ার তাওফীক দান করুন এবং এই কিতাব দ্বারা সকলকে সমানভাবে উপকৃত করুন ।
pdf Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button