book এল এল বি বই PDF Download All

এল এল বি বই PDF Download (All)

LLB Book bangla PDF Download link: আইনের বই pdf

ভুমিকা ভারতের প্রখ্যাত আইনবিদ ডক্টর কৈলাস নাথ কাটজুকে তীর ভক্তবৃন্ প্রশ্ন করেছিলেন; “স্যার আমরা মনে করি, আইন ব্যবসায় আপনার প্রতিষ্ঠার মূলে আছে আপনার অসাধারণ স্মরণশক্তি । যা শোনেন বা পড়েন, একবার বা দুবার, তা আর আপনি ভোলেন না।” ডক্টর কাটজু তাঁর ভক্তবৃন্দের কথা শেষ হবার আগেই জোর দিয়ে এবং নিশ্চিতির সাথে বলেছিলেন, “আমি ভুলি না, এ কথা সত্য নয়। সত্য এই যে আমি ভুলতে জানি। যেটুকু ভোলা উচিত, তা আমি ভুলতে পারি।” শ্রী দীনেশ চন্দ্র দেবনাথের সমথ লেখায় এবং কিছু কথাবার্তায় ডক্টর কাটজুর গুণটি প্রবল ভাবে বিদ্যমান। বিষয়ের গভীরে গিয়ে আবার ভেসে উঠতে জানেন তিনি, এবং ভেসে উঠে কাজের কথাগুলি লিখতে পারেন জ্নায়াসে। তার লেখা সকল বইয়ে আমি এই গুণটি লক্ষ্য করেছি এবং মুগ্ধ হয়েছি।

আইনের সাথে যীরা সম্পর্কিত, ছাত্ররূপে, শিক্ষকরূপে, গ্যাড্ভোকেটরূপে বা বিচারকরূপে, তাদের হাতে সবসময় অঢেল সময় থাকে না, ধৈর্য থাকে না অসীম, তারা এমন কিছু বই চান যাতে মূল কথাগুলি সাজানো থাকে স্বল্প পরিসরে । শ্রী দেবনাথ আইন সম্পর্কিত সকল মানুষের সেই মূল চাহিদা পূরণ করেছেন তার বইগুলির মাধ্যমে । তার বইগুলি সংশ্লিষ্ট আইনের মোটামুটি জ্ঞান বিতরণে প্রবলভাবে সহায়ক; যাঁরা খুঁটিনাটি জানতে চান তারা মোটা বই খুঁজবেন স্বাভাবিকভাবে । যারা ছাত্রদের উপযোগী ছোট ছোট বই লেখেন তারা তীদের বইগুলিতে আইনের সবগুলি সংশোধন পরিবেশনের ক্ষেত্রে অনেক সময় অমার্জনীয় অবহেলার পরিচয় রাখেন । শ্রী দেবনাথের বইগুলিতে কোথাও এই শ্রেণীর অবহেলার লক্ষণ দেখি নাই। তিনি যত্ব সহকারে তার সকল বইতে শেষতম সংশোধনী সংযোজন করেন।  যে বইগুলি ছাত্রদের জন্য রচিত সেই বইগুলির নির্ভূলতা সম্বন্ধে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। ভুল সর্বক্ষেত্রে অমার্জনীয়; কিন্তু আইনের ক্ষেত্রে ভুলের অবস্থিতি ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে । মুদ্রিত বইয়ে পরিবেশিত তুলকে যে ছাত্র তার স্মরণে প্রতিষ্ঠা করে, সে ছাত্র সেই ভুলের প্রতিক্রিয়া থেকে সহজে নি্ৃতি পায় না। এই অনপনেয় স্মৃতি বহুকাল তাকে বিপথগামী করতে পারে । এই বিষয়ে শ্রী দেবনাথের সতর্ক সাবধানতা প্রশংসার দাবী রাখে । তার সবগুলি বই আমি পড়েছি; সেগুলোর মধ্যে আমি ভুলের কোন সাক্ষাৎ পাইনি।

সংশোধনীর সংযোজন এবং পরিবেশনের নির্ভুলতা, এই দুটি উপাদান শ্রী দেবনাথের বইগুলিকে সর্বোতভাবে নির্ভরযোগ্যতায় উন্নীত করেছে।  তথ্য ও তত্ব পরিবেশনের ক্ষেত্রে উদাহরণ ও উপমার বিশেষ অবদান আছে। নীরস ও উলঙ্গ তথ্য ্রহণ করতে মানুষ অস্বস্তি বোধ করে, কারণ নীরস তথ্যের উলঙ্গতা অনেক সময় গ্রহণের পথে পীড়াদায়ক হয়। এই পরিস্থিতিতে সঠিক উদাহরণ বা উপমা এ রসহীন ও উলঙ্গ তথ্যকে সরস এবং অলংকারময় করে তুলতে পারে এবং তার ফলে স্মৃতির অভ্যন্তরে তাদের প্রবেশ শুধু সহজ নয়, আনন্দদায়কও হতে পারে শ্রী দেবনাথের বইয়ে উদাহরণের প্রাচুর্য আছে। সে কারণে বইগুলি শুধু তথ্যময় হয়নি, সুপাঠ্য হয়েছে।  আমি তার বইগুলির বহুল প্রচার কামনা করি।
 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *