Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

পানকৌড়ি প্রশ্ন ব্যাংক PDF Download❤️(New)

Book: Pankauri Question Bank pdf download | সর্বশেষ সংস্করণ পানকৌড়ি প্রশ্ন ব্যাংক PDF Download

বদরুদ্দিন উমর সাহেবের একটা কথা দিয়ে শুরু করি। বিশ বছর আগে তিনি আজকের কাগজ’ পত্রিকায় লিখেছিলেন: বাংলাদেশে ইংরেজিকে শিক্ষার দ্বিতীয় মাধ্যম হিসেবে প্রবর্তন বা প্রচলন করা দরকার। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম : “শিক্ষার মাধ্যম বলতে আপনি কী বোঝেন? উনি উত্তর দিয়েছিলেন: “ছাত্রছাত্রীদের উদ্দেশে আমরা যে ভাষায় বক্তৃতা দেই, সেটা শিক্ষার একমাত্র মাধ্যম নয়। ছাত্রছাত্রীরা যে বইগুলো পড়ে সেগুলোও শিক্ষার মাধ্যম ।” কোন বই তারা পড়ে? সব তো আমরা আমদানি করি। আগে তো আমেরিকা থেকে আমদানি করতাম, এখন ঈশ্বরের কৃপায় আমাদের প্রতিবেশী দেশ আমাদের পুণ্তকের প্রধান সরবরাহকারী । সেই দিক থেকে আমরা উভয়েই উপকৃত হই । ভারতেরও বাজার হয়, আর আমাদেরও শিক্ষা হয়।

মাধ্যম সংক্রান্ত আলোচনায় আমি দুটো পূর্বাভাষ দিয়ে রাখি। আমরা প্রায় সময় মনে করি যে আমরা সবাই এক জাতি । কিন্তু আমরা সবাই কি এক জাতি? মানে আমরা এক শ্রেণির তো নই-ই নিশ্চয়ই । আমাদের সংবিধানে সব জিনিসই আছে, শ্রেণি কথাটা শুধু নাই। জাতি, ধর্ম, নারী-পুরুষ নির্বিশেষে আমরা ভোটার তালিকা করবো। সে যাই হোক, ভাষার প্রশ্নটা খুব স্পর্শকাতর।

All পানকৌড়ি প্রশ্ন ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ক খ গ ইউনিট (A, B, C Unit) Pdf link:

Click Here To Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button