উসুলুল ইফতা বাংলা Pdf Download (usulul ifta pdf)
সকল প্রশংসা সমস্ত প্রতিপালক আল্লাহর জন্য । আমাদের সরদার এবং সর্বশেষ নবী, তার আহলে বাইত, সকল সাহাবি ও কিয়ামত: যারা ইহসানের সহীত তাদের অনুসরণ করবে তাদের প্রত্যেকের প্রতি সালাত-সালাম বর্ষিত হোক । উসুলুল ইফতা বাংলা Pdf লিংক পাওয়া মাত্র আমরা এখানে দিয়ে দেব।
পর কথা, আমি জামিয়া দারুল উলুম করাচিতে আত-তাখাসসুস ফিল ইফতার তালিবে ইলমদের দরস প্রদান কালে তাদেরকে একটি স্মারক-লিপি লিখিয়েছিলোম । তাতে আল্লামা ইবনে আবেদীন রহ. কর্তৃক রচিত শরহু উকুদি রসমিল মুফতী গ্রন্থটি সংক্ষেপণ করেছি । আর তাতে বিভিন্ন কিতাব থেকে ফতোয়ার বাস্তবতা অনুধাবনে বেশ কিছু জ্ঞাতব্য বিষয়, ফতোয়ার ইতিহাস, শর্তাবলি ও আদব-শিষ্টাচার প্রভৃতি সংযোজন করেছি ।
review
তালিবে ইলমরা নিজেদের গুরুত্তপূর্ণ ক্ষেব্রগুলোতে তার সাহায্য গ্রহণার্থে এ স্মরক-লিপিটি অনুলিখন করে আসছে । আর অনেক তালিবে ইলম এ স্মারক- লিপিটি ছাপিয়ে দেওয়ার জন্য আমার নিকট আবেদন করেছে । যাতে অনুলিখন ও ফটোকপি ইত্যাদির খরচাদি থেকে বাচা যায় ।
কিন্তু আমি তাতে পুনঃ নিরীক্ষণ ও নতুনভাবে স্বতন্ত্র সংকলনের ব্পদানের পূর্বে স্মারক-লিপিটি ছাপাতে চাচ্ছিলাম না। আর এদিকে আমার অধিক ব্যস্ততা ও ধারাবাহিক সফরের কারণে এভাবে কয়েক বছর কেটে গেলো । অতঃপর আল্লাহ্ তা’আলা ভাতে পুনঃ নিরীক্ষণের সুযোগ দান করলেন । তাই নতুন কিছু জানা ও জটিল বিষয়-বস্তগুলোর সংশোধন ও পরিমার্জনের ব্যাপারে আমি নিজেই মুখাপেক্ষি হয়ে গবেষণার্থে অনেক কিতাবের শরণাপন্ন হয়েছি। আর আমি স্মারকলিপিটি থেকে অনেক বিষয়কে বিলুপ্ত করেছি এবং বিষয়-বন্তুর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে এমন অনেক আলোচনার সন্নিবেশ ঘটিয়েছি। পূর্ণ গবেষণার মাধ্যমে পরিমার্জনের প্রয়োজন রয়েছে এমন মাসআলা-সমূহ পরিমার্জনে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছি। তারপর আমার গবেষণার ফলাফল কিতাবটিতে উপস্থাপন করেছি ।
এমনকি লক্ষ্য-উদ্দেশ্য পূরণে ও আমার মতো তালিবে ইলমদের প্রয়োজন মেটাতে কিতাবটি পরিপূর্ণ সংকলনের রূপ পরিগ্রহ করে । আর এখনই সময় হলো- সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা’আলার জন্য নিবেদিত- স্মারক-লিপিটিকে এ কিতাবরূপে প্রকাশ করার | যা আপনাদের সামনে বিদ্যমান । এ তাওফিক দানের জন্য আল্লাহ তা’আলার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার নিকট প্রার্থনা করছি, তিনি যেন নিজ কুদরত ও অনুগ্রহে তাতে উপক্ব্িতা, অন্তর্নিহিত করে দেন । আর এ পর্যায়ে আমার প্রাণপ্রিয় ভাই সম্মানিত সাথি শাইখ শাকের সিদ্দিক হাফিযাহর্লাহ তা’আন/এর কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না । যিনি এ দীর্ঘ কাজে কিতাব-সমূহের শরণাপন্ন হওয়া, মাসআলা নির্গত করাগ ফিকৃহি নস-সমূহ বর্ণনা ইত্যাদির ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন ।
আর তিনি বক্ষমাণ কিতাবটিতে আ সমস্ত ‘ফুকাহায়ে কেরামের সংক্ষিপ্ত জীবনী সংকলন করেছেনঃযা কিতাবে আলোচিত প্রত্যেক ফকিহ এর প্রথম নামের-টাকার উল্লেখ করা হয়েছে। তিনি প্রসিদ্ধ ফুকাহায়ে কেরামের জীবনীতে পরিসমান্তি ঘটিয়েছেন । অধিকন্তর তালিবে ইলমরা তাদের পরিচিতির ব্যাপারে মুখাপেক্ষিও বটে ৷ আর যাদের পরিচিতির প্রয়োজন বোধ হয় না; যেমন, প্রসিদ্ধ সাহাবি রা., ইমাম চতুষ্টয়, ইমাম আবু ইউসুফ ও মুহাম্মাদ রহ. প্রমুখ; তাদের পরিচিতি দানের কোনো অর্থই হয় না। যেহেতু প্রত্যেকেই তাদের পরিচিতি সম্পর্কে সম্যক অবগত । আল্লাহ তা’আলা তাকে উত্তম প্রতিদান দান করুন এবং দুনিয়া-আখেরাতে অসংখ্য পৃণ্য দান করুন তিনি যা পছন্দ করেন ও যাতে সন্তষ্ট তার তাওফিক দান করুন ।
উসুলুল ইফতা বাংলা মুহাম্মাদ তাকী উসমানী,
১১ রবিউল আউয়াল, ১৪৩২ হিজরি ৷
usulul ifta book info
বইয়ের নাম | উসূলুল ইফতা |
লেখক এর নাম | শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী |
অনুবাদক | মুফতী হারুনুর রশিদ |
Editor | মুফতী মাহমুদুল হাসান জমশেদ সাহেব |
Publisher | মাকতাবাতুন নুসরাহ |
Edition | 1st Published, 2015 |
Number of Pages | 296 |
Country | বাংলাদেশ |
format | বাংলা pdf |
উসুলুল ইফতা বাংলা pdf link – Download usulul ifta