Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

উসুলুল ইফতা বাংলা Pdf Download (usulul ifta pdf)

সকল প্রশংসা সমস্ত প্রতিপালক আল্লাহর জন্য । আমাদের সরদার এবং সর্বশেষ নবী, তার আহলে বাইত, সকল সাহাবি ও কিয়ামত: যারা ইহসানের সহীত তাদের অনুসরণ করবে তাদের প্রত্যেকের প্রতি সালাত-সালাম বর্ষিত হোক । উসুলুল ইফতা বাংলা Pdf লিংক পাওয়া মাত্র আমরা এখানে দিয়ে দেব।

পর কথা, আমি জামিয়া দারুল উলুম করাচিতে আত-তাখাসসুস ফিল ইফতার তালিবে ইলমদের দরস প্রদান কালে তাদেরকে একটি স্মারক-লিপি লিখিয়েছিলোম । তাতে আল্লামা ইবনে আবেদীন রহ. কর্তৃক রচিত শরহু উকুদি রসমিল মুফতী গ্রন্থটি সংক্ষেপণ করেছি । আর তাতে বিভিন্ন কিতাব থেকে ফতোয়ার বাস্তবতা অনুধাবনে বেশ কিছু জ্ঞাতব্য বিষয়, ফতোয়ার ইতিহাস, শর্তাবলি ও আদব-শিষ্টাচার প্রভৃতি সংযোজন করেছি ।

review

তালিবে ইলমরা নিজেদের গুরুত্তপূর্ণ ক্ষেব্রগুলোতে তার সাহায্য গ্রহণার্থে এ স্মরক-লিপিটি অনুলিখন করে আসছে । আর অনেক তালিবে ইলম এ স্মারক- লিপিটি ছাপিয়ে দেওয়ার জন্য আমার নিকট আবেদন করেছে । যাতে অনুলিখন ও ফটোকপি ইত্যাদির খরচাদি থেকে বাচা যায় ।

কিন্তু আমি তাতে পুনঃ নিরীক্ষণ ও নতুনভাবে স্বতন্ত্র সংকলনের ব্পদানের পূর্বে স্মারক-লিপিটি ছাপাতে চাচ্ছিলাম না। আর এদিকে আমার অধিক ব্যস্ততা ও ধারাবাহিক সফরের কারণে এভাবে কয়েক বছর কেটে গেলো । অতঃপর আল্লাহ্‌ তা’আলা ভাতে পুনঃ নিরীক্ষণের সুযোগ দান করলেন । তাই নতুন কিছু জানা ও জটিল বিষয়-বস্তগুলোর সংশোধন ও পরিমার্জনের ব্যাপারে আমি নিজেই মুখাপেক্ষি হয়ে গবেষণার্থে অনেক কিতাবের শরণাপন্ন হয়েছি। আর আমি স্মারকলিপিটি থেকে অনেক বিষয়কে বিলুপ্ত করেছি এবং বিষয়-বন্তুর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে এমন অনেক আলোচনার সন্নিবেশ ঘটিয়েছি। পূর্ণ গবেষণার মাধ্যমে পরিমার্জনের প্রয়োজন রয়েছে এমন মাসআলা-সমূহ পরিমার্জনে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছি। তারপর আমার গবেষণার ফলাফল কিতাবটিতে উপস্থাপন করেছি ।

এমনকি লক্ষ্য-উদ্দেশ্য পূরণে ও আমার মতো তালিবে ইলমদের প্রয়োজন মেটাতে কিতাবটি পরিপূর্ণ সংকলনের রূপ পরিগ্রহ করে । আর এখনই সময় হলো- সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা’আলার জন্য নিবেদিত- স্মারক-লিপিটিকে এ কিতাবরূপে প্রকাশ করার | যা আপনাদের সামনে বিদ্যমান । এ তাওফিক দানের জন্য আল্লাহ তা’আলার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার নিকট প্রার্থনা করছি, তিনি যেন নিজ কুদরত ও অনুগ্রহে তাতে উপক্ব্িতা, অন্তর্নিহিত করে দেন । আর এ পর্যায়ে আমার প্রাণপ্রিয় ভাই সম্মানিত সাথি শাইখ শাকের সিদ্দিক হাফিযাহর্লাহ তা’আন/এর কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না । যিনি এ দীর্ঘ কাজে কিতাব-সমূহের শরণাপন্ন হওয়া, মাসআলা নির্গত করাগ ফিকৃহি নস-সমূহ বর্ণনা ইত্যাদির ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন ।

আর তিনি বক্ষমাণ কিতাবটিতে আ সমস্ত ‘ফুকাহায়ে কেরামের সংক্ষিপ্ত জীবনী সংকলন করেছেনঃযা কিতাবে আলোচিত প্রত্যেক ফকিহ এর প্রথম নামের-টাকার উল্লেখ করা হয়েছে। তিনি প্রসিদ্ধ ফুকাহায়ে কেরামের জীবনীতে পরিসমান্তি ঘটিয়েছেন । অধিকন্তর তালিবে ইলমরা তাদের পরিচিতির ব্যাপারে মুখাপেক্ষিও বটে ৷ আর যাদের পরিচিতির প্রয়োজন বোধ হয় না; যেমন, প্রসিদ্ধ সাহাবি রা., ইমাম চতুষ্টয়, ইমাম আবু ইউসুফ ও মুহাম্মাদ রহ. প্রমুখ; তাদের পরিচিতি দানের কোনো অর্থই হয় না। যেহেতু প্রত্যেকেই তাদের পরিচিতি সম্পর্কে সম্যক অবগত । আল্লাহ তা’আলা তাকে উত্তম প্রতিদান দান করুন এবং দুনিয়া-আখেরাতে অসংখ্য পৃণ্য দান করুন তিনি যা পছন্দ করেন ও যাতে সন্তষ্ট তার তাওফিক দান করুন ।
উসুলুল ইফতা বাংলা মুহাম্মাদ তাকী উসমানী,
১১ রবিউল আউয়াল, ১৪৩২ হিজরি ৷

usulul ifta book info

বইয়ের নাম উসূলুল ইফতা
লেখক এর নাম
অনুবাদক
Editor
Publisher
Edition 1st Published, 2015
Number of Pages 296
Country বাংলাদেশ
format বাংলা pdf

উসুলুল ইফতা বাংলা pdf link – Download usulul ifta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button