Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

সময় ও কার্যের অংক PDF Download

হ্যালো সবাইকে, আজ আপনাদের জন্য আনলাম সময় ও কার্যের অংক বাংলাদেশী Pdf free Download latest version link। এছাড়াও, বরাবরের মত পাঠকপ্রিয় বন্ধুদের রিকোয়েস্ট উপেক্ষা না করে bdbookstore.com সময় ও কার্যের অংক পিডিএফ ডাউনলোড লিংক আপডেট করার সর্বাত্বক চেষ্টা করি।

লেখক এর সময় ও কার্যের অংক বইয়ের বিবরণঃ

বই(Book Name): সময় ও কার্যের অংক
লেখক(Author Name) গণিত বিষয়ক free bangla epub, MOBI, kindle
প্রকাশনী ও ক্যাটাগরি (Publisher & Category)  ম্যাথমেটিসিয়ান class 8, 9, 10, 7
ফাইল ফরম্যাট (file format): Pdf book Download(পিডিএফ ডাউনলোড)
১ম প্রকাশ (1st Published Date) 4th Print, 2015 সাল
Number of Pages 414 পৃষ্ঠা
দেশ and ভাষা বাংলাদেশ
ফাইল সাইজ: 61 এম্বি(মেগাবাইট)

 সময় ও কার্যের অংক বাংলাদেশী বই রিভিউ (Pdf Book Review):

বাংলাদেশী লেখকের সব লেখাই তো খুবই সাবলীল যেখানে অনেক জল্পনাকল্পনা শেষে  সময় ও কার্যের অংক বইটি কিনে আনলাম, এবার শুধু পড়ে রিভিউ দেওয়ার পালে যাতে লেখক সময় ও কার্যের অংক এর বইটি নিয়ে আলোচনা-সমালোচনা করা যায়।

সময় ও কার্যের অংক চমৎকার বইটি পড়া না হলেও মোটামুটি ধারনা পেলাম ইন্টারনেট হতে পাওয়া বইটির নানা বিশ্লেষন থেকে। তবে এখানেও বাংলাদেশী লেখকের বইটি নিয়েও কয়েকটা কথা বলা দরকার, যাতে এ বইয়ের ফিলোসফি বোঝা যায়। বাংলা ভাষার কবিদের মধ্যে অনেক বিশুদ্ধতম কবি, লেখক আছেন যাদের নিয়ে আমার মুগ্ধতাবোধ আছে। লেখক বাংলাদেশী এর প্রতিটি কবিতা, লেখা  কী এক গভীর পরাবাস্তবতার অনুভব ডেকে আনে, কী এক গভীর নিমগ্নতা আনে।

সময় ও কার্যের অংক বইটা পড়তে গিয়ে অনেক অজানা জিনিস জেনেছি, যেমনি প্রায় সব বই পড়তে গিয়েই কিছু না কিছু অজানা জিনিস জানা হয়ে যায়। কিন্তু এর মধ্যে কিছু কিছু বিষয় থাকে অবাক করার, অনেকটা আশ্চর্য হওয়ার মতো বা হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস খুজে পাই  সময় ও কার্যের অংক বই থেকে। আর যে বইয়ের লেখাগুলো হৃদয় স্পর্শ করে যায়, সে বইগুলো খুব শীঘ্রই প্রিয়দের কাতারে জায়গা করে নেয়, লেখক  বাংলাদেশী এর এ বইটিও তেমনি ইনশাআল্লাহ।

writter  বাংলাদেশী এর  সময় ও কার্যের অংক বইয়ের গল্পটা সুন্দর হওয়ার পরেও বারবার মনে হয় কি যেন নেই, কি যেন নেই! সেই “নেই” এর অভাব কখনো খুব চোখে লাগে, আবার কখনো মনে হয়, সবই ঠিকঠাক আছে, কোনো কিছুর অভাবটা যেন চোখে ভ্রান্ত ধারণার মতো। সময় ও কার্যের অংক এর মত অন্য মাস্টারপিস পড়লে আমার মতো নগন্যজনের ঠিকই মনে হতে পারে যে, অন্য বইয়ের সাথে তফাত আছে বটে। কিন্তু— সেই তফাতটা যে কি সেটা আমি মূর্খ আর কিবাই বুঝি। জ্ঞানিগুণিরা হয়তো ভালো জানেন। আমার চোখে  সময় ও কার্যের অংক বইয়ের যেটুকু ভালো লাগেনি তাই বলব: সমলোচনা করার মতো ধৃষ্টতা বা জ্ঞান আমার কোনওটাই নেই।

লেখক বাংলাদেশী বর্ণনাকে বোধহয় মূখ্যভাবে দেখেছেন; যার দরুন সময় ও কার্যের অংক কাহিনী কখনো ছুটে গিয়েছে কলম থেকে।  সময় ও কার্যের অংক বইয়ের কাহিনী পরিবেশনে কেমন ছাড়াছাড়া ভাব লেগেছে; যার দরুণ চরিত্রগুলো কেমন পরিপূর্ণ হয়ে ফুঠে উঠতে পারেনি৷ লেখক  বাংলাদেশী বইতে জীবনের সুখ-দুঃখ, হাসি-আনন্দ আর কথা তুলে ধরতে চেয়েছেন, কিন্তু—সেটা হয়নি। শেষমেষ সময় ও কার্যের অংক বইয়ের কাহিনীর কলমটা একটু থমকে দাঁড়ালেও চরিত্রগুলোর পরিণতি ভিতরে এত ধাক্কা দেয় না।

সময় ও কার্যের অংক বইয়ের মত গত সনের বইমেলায় আপনার পড়া সেরা বই/বই সমূহের নাম জানতে চাই, সেই সঙ্গে কেন বইটি সেরা সেটাও দুই/এক বাক্যে জানাবেন।

সুন্দর প্রচ্ছদ আঁকা, শক্ত মলাট করে বাধাই লেখক বাংলাদেশী এর বাংলাদেশী বইয়ের সাদা পৃষ্ঠার মধ্যে কালো রঙের ঝকঝকে অক্ষর বই বলতে যা বোঝায় পড়া প্রথম বই৷

ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন, নাও দেখতে পারেন। কোনো ক্ষতি হবে এমনটা নয়।

সময় ও কার্যের অংক বইটা আমার খুব ভালোও লাগেনি, আবার মন্দও লাগেনি। শুধু এটুকু বলা যায়, সময় কাটানোর জন্য লেখক বাংলাদেশী এর সময় ও কার্যের অংক বইটা আমার নিকট উত্তম না হলেও অনেকের কাছে প্রশংসা কুড়াবে।

সময় ও কার্যের অংক পিডিএফ ডাউনলোড by বাংলাদেশী লিংক(link or homepage): Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button