Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

কারাগারের রোজনামচা থেকে উক্তি

বঙ্গবন্ধুর জীবনের অধিকাংশ সময় কেটেছে জেলখানায়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য প্রতিবাদ সংগ্রামের লডাইয়ে বারবার তাকে কারাবরণ করতে হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত বই ‘ কারাগারের রোজনামচা ‘ থেকে কিছু উক্তি তুলে ধরছি

১। ১৯৫০ সালে মুসলিম লীগ কাউন্সিল সভায় ঘোষিত লিয়াকত আলীর বক্তব্য প্রসঙ্গে বঙ্গবন্ধু লিখেছেন – ‘ তিনি জনগণের প্রধানমন্ত্রী হতে চান নাই, একটি দলের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। রাষ্ট্র ও রাজনৈতিক দল যে এক হতে পারেনা, এ কথা ও তিনি ভুলে গিয়েছিলেন। ( অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ১৩৪ )

২। যারা এই অত্যাচার করে তারা কিন্তু নিজ স্বার্থ বা গুষ্টির জন্য করে থাকে। সকলেই তো জানি একদিন করতে হবে । তবুও মানুষ অন্ধ হয়ে যায় স্বার্থের  জন্য । হিতাহিত জ্ঞান থাকে না। পরের ছেলেকে যখন হত্যা করে, নিজের ছেলের কথা মনে পড়ে না। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। ( অসমাপ্ত আত্মজীবনী, ১৮৪ পৃষ্ঠা )

৩। আমাদের পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তিনটি পত্রিকা বন্ধ করে দিয়েছেন। একটা সংবাদ, পূর্ব পাকিস্তানের কাগজ, আর দুইটা নয়া ওয়াক্ত ও কহিস্ততান – পশ্চিম পাকিস্তানের কাগজ । প্রায় সকল কাগজকেই সরকার ছলেবলে নিজের সমর্থক করে নিয়েছে । যে দু ‘ কাগজ এখনো নিরপেক্ষতা বজায় রেখে জনগণের দাবিদাওয়া তুলে ধরছে তাদের শেষ করার পন্থা অবলম্বন করছে সরকার। ( অসমাপ্ত আতমজীবনী, ১৫৪ পৃষ্ঠা )

বঙ্গবন্ধু বলেছেন – ‘ তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ফলাফল ভয়াবহ হবে । ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button