যুগবানি প্রবন্ধ Pdf Download
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে কয়টি প্রবন্ধ লিখেছেন যুগবানি তার মধ্যে অন্যতম।
সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় শোষণের বিরুদ্ধে প্রতিবাদী লিখা তুলে ধরেছেন। এ জন্য কাজী নজরুলকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আবার কোমল দরদী মন নিয়ে
ব্যাথিত বঞ্চিত মানুষের জন্য লিখে গেছেন তিনি । এক হাতে বাঁশি আরেক হতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিল নজরুলের। আর এসেই প্রচলিত শিল্পোধারা সমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সংগীতকে নতুন আঙ্গিকে সাজিয়েছেন তিনি। তারই চিত্র ফুটে উঠেছিল যুগবানি প্রবন্ধে । ব্রিটিশ সরকার এই লেখাটি বাজেয়াপ্ত করেছিলেন। দারিদ্র্য পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি । নজরুলের কর্মজীবন ও ছিল অত্যন্ত বৈচিত্রময় । মসজিদের ইমামতি থেকে শুরু করে লেটোর দলে যোগদান, ১৯১৭ সালে সেনাবাহিনীর বাঙালির পল্টনে যোগদান,
সম্যবাদি ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। মাত্র
তেতাল্লিশ বছর বয়েসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার নজরুল আমৃত্যু বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ স্বাধীন হলে নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে স্বাধীন বাংলাদেশে সম্মানিত করা হয়। এর কিছুদিন পর কবির মৃত্যু হলে তার ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত করা হয়।