Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

লোগো ডিজাইন PDF Download❤️

এই বইটিতে লোগো ডিজাইন শেখার মতো কিছুই নেই। সিডিতেও কিছু নেই মাত্র ৪-৫ টা ছোট ভিডিও । এরচেয়ে ইউটিউব দেখেন কিছু শিখতে পারবেন। Logo design PDF || লোগো ডিজাইনে PDF book ও ব্যবহৃত সফটওয়্যার.

বইয়ের নাম লোগো ডিজাইন (সিডিসহ)
দেখো
Publisher
ফাইল পিডিএফ ডাউনলোড
Edition 1st Published, 2014
Number of Pages 280 পৃষ্ঠা

কম্পিউটারের মাধ্যমে আমরা নিজস্ব সৌন্দর্যতা, রংয়ের মাধূর্যতা এবং কল্পনাকে মিলিয়ে মিশিয়ে সৃজনশীল সৃষ্টিশীলতাকে
কেন্দ্রে রেখে যে ডিজাইন সবার মাঝে উপস্থাপন করি কিংবা রূপায়িত করি, সেটিই হচ্ছে ডেস্কটপ পাবলিশিং অর্থাৎ থ্াফিক্স
ডিজাইন। আর এই ডিজাইনের সৌন্দর্য পিয়াসী কে না বলুন? প্রত্যেকটা মানুষেরই নিজন্ব মনের চোখ রয়েছে, যার যার
মনের চোখে সে সৌন্দর্যকে বিভিন্ভাবে উপভোগ করে থাকে।

সৌন্দর্যকে অলংকৃত করা, সৌন্দর্যকে একটি মানসম্মত রূপায়ণে ফুটিয়ে তোলার ক্ষেত্রে একজন ডিজাইনারের যেমন বিশেষ গুরুতুপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক তেমনি একজন ডিজাইনারের পাশাপাশি সফটওয়্যারের গুরুতও কম নয়। লোগ্নো ডিজাইন যেহেতু গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ সুতরাং গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যারগুলোই সাধারণত লোগো[,ভিজাইনের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও অনলাইনে লোগো ডিজাইনের জন্য বেশ কিছু স্পেশালাইজ সফটওয়্যার পাওয়া যায়। গুগলে সার্চ দিয়ে এ ধরণের লোগো ডিজাইনের স্পেশালাইজড সফটওয়্যার ডাউনলোড করা যেতে পারেণ।

Download book1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button