জাভা প্রোগ্রামিং বই PDF Download❤️(All)
সব ধরনের জাভা প্রোগ্রামিং বই pdf download করতে এই পোস্টটি ফলো করো. মাস্টারিং জাভা pdf download | জাভা প্রোগ্রামিং শেখার বাংলা বই pdf || অ্যাডভান্সড জাভা প্রোগ্রামিং pdf সহজ ভাষায় গেলায় গেলায় খাওয়ানোর মতো বই.
বইটি আমার কাছে পুরোপুরি ভালো লেগেছে । এই বইটি পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। কিন্তু একটি সমস্যা হলো এই বইটির ভাষা একটু কঠিন। আমি মনে করি বইটির ভাষা আর একটু সহজ হলে ভালো হতো । এছাড়া আমার মনে হয় এই বইটি যে কেউ চাইলে পড়তে পারবে না । তাই বইটি একটু সহজ করা দরকার ।
আসলে software কে ‘মন্ত্রপাতী’ না বললে আমি বুঝতেই পারতাম না যে অম্তত এই বইটা আমার তেমন কাজে লাগবে না। আমরা প্রোগ্রামিং শিখতে আগ্রহী, পরিভাষা শেখা আমার উদ্দেশ্য নয়। পরিভাষা যদি নিত্য ব্যবহার্যের মত সহজ সাবলীল না হলে তা অখাদ্য। লেখকগন অনেক জানতে পারেন কিন্তু অনুবাদ এবং শেখানোর ব্যপারে একেবারেই অনভিজ্ঞ। প্রোগ্রামিং শেখার জন্য বইটা একেবারে অনুপযুক্ত।
JAVA programming Book Bangla Pdf link:
Structured C/C Programming বই এখন মিশ্র-বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাচ্ছে, রকমারী থেকেই। ইংরেজি সংস্করণ https://www.rokomari.com/book/185376। আমরা লক্ষ করছি মিশ্রবাংলা সংস্করণটি আমাদের মধ্যে নানা রকম পরিভাষা ও মাতৃভাষা সংক্রান্ত চিন্তাভাবনার সূচনা করছে। আমরা বুঝতে চাইছি কেন আমরা বাংলা শিখবো, মাতৃভাষা শিখবো, শিখেই বা লাভ কী। আমরা এই সব আত্ম অনুসন্ধানমূলক প্রশ্ন ইতিবাচকভাবে দেখি।