ফ্রিল্যান্সিং শিক্ষা PDF Download❤️(All)
Book: Ghore Boshe Aay Korun PDF Download link:
ক্যাটাগরি: ফ্রিল্যান্সিং শিক্ষা pdf
এ পৃথিবীতে দু্সংবাদ যা ঘটে আর যা ঘটা সম্ভব_এদুটোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, তার সঠিক মূল্যায়ন করা আমাদের পক্ষে সত্যিই কঠিন। অজ্ঞাত আততায়ীর হাতের গুলি যখন সিগৃস্বি ম্যান্ডারসনের অত্যন্ত ধূর্ত এবং উর্বর মস্তিষ্ককে একেবারে চূর্ণ-বিচূর্ণ করে দিল, এ পৃথিবী এক ফৌটা চোখের জলের মৃল্যেও কোনো ক্ষতি স্বীকার করেনি; পক্ষান্তরে বরং বলা যায় বিপুল এশবর্যশালী মৃত মানুষটার আত্মগরিমাকেই ঘটনাটি স্মরণ করিয়ে দিচ্ছিল। অথচ তীর মৃত্যুর পর এমন একজনও ঘনিষ্ঠ বন্ধু বা আপনজন পাওয়া গেল না, যে অন্তত দুফৌটা চোখের পানি ফেলবে বা মৃত আত্মার প্রতি শ্রদ্ধা জানাবে। অন্যদিকে আবার, ব্যবসায়ী মহলে যখন তার মৃত্যু সংবাদ এসে পৌছল, অনেকেরই কাছে মনে হল ইন্দ্রপতনে তাদের পায়ের নিচে থেকে মাটি বুঝি সরে গেল। তার দেশের দুর্যোগময় বাণিজ্যিক ইতিহাসে এর আগে আর কেউ ব্যবসায়ী মহলে এতখানি প্রভাব ও-শ্রতিপত্তি অর্জন করতে পেরেছেন বলে জানা যায়নি। মস্তিষ্কের অন্তরালে এক বিশেষ ক্ষুদ্র প্রকোষ্ঠ থেকে তিনি অবলীলায় দেশের শিল্পায়নে মূলধন বৃদ্ধি, নিয়ন্ত্রণ এবং লক্ষ লক্ষ টাকার শু্ক আদায় করে আনতেন।
তীর মতো ক্ষমতাশালী এবং আর্থিক সঙ্গতিসম্পন্ন ব্যক্তিতের অভাব অবশ্য দেশে ছিল না, তবু স্বকীয় বৈশিষ্ট্ে তিনি ছিলেন অদ্বিতীয় । তার ক্ষুরধার বুদ্ধি, চাতুর্য, বিপর্যয়কে নিভীকভাবে মোকাবিলা করার সাহস এবং জলদস্যু নেতার মতো শ্বাসরুদ্ধকারী চমকপ্রদ সব কার্যকলাপ দেশবাসীর কাছে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল । নির্মম হাতে তিনি যেভাবে তার স্মৃতি বহুদিন অস্রান হয়ে থাকবে। ম্যান্ডাসনের পিতামহও এককালে এই দালাল গোষ্ঠীরই একজন ছোটখাটো নেতা ছিলেন। পিতামহের দীর্ঘ জীবনের শেয়ার কেনাবেচায় উপার্জিত প্রভূত ধন-সম্পদ তিনি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পান, যিনি নিজেও অকিচ্ছিন্রভাবে একটা ব্যবসা করে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে গিয়েছিলেন, যদিও সঞ্চয়-স্পৃহা তার ছিল না বললেই চলে ।
ফ্রিল্যান্সিং শেখার জন্য আর কোন বই লাগলে জানাবেন.