Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

ঔষধি গাছের বই PDF Download❤️(All)

Medicinal Plants Book pdf Bangla | আয়ুর্বেদ বই ডাউনলোড pdf | ঔষধি গাছের নাম ও ছবি pdf | ঔষধি গাছ পরিচিতি | ঔষধি গাছ ও গুনাগুন | লতাপাতার ঔষধি গুন pdf | বনাজি ঔষধি গাছ pdf

রোগ ও রোগী এবং শশ্রাধাকারী এই তিন শ্রেণীর ব্যক্তি যদি নিজ নিজ যিম্মাদারী উপলব্ধি করে সেই মত আমল করত তাহলে রোগ যে আল্লাহ পাকের কত বড় নেয়ামত এবং এর ছারা কত বড় সৌতাগ্য অর্জিত হয় তা বুঝতে সক্ষম হত। এসব দিকে লক্ষ্য করে আলোচ্য পুস্তকে আমরা এই তিনটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করেছি। একজন ডাক্তার কিভাবে আল্লাহ ওয়ালা ডাক্তার হতে পারেন এবং রোগীর চিকিৎসাকে তিনি কিভাবে খেদমত ও সেবা হিসাবে গ্রহণ করে মানব সেবার স্বাক্ষর রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন সে বিষয়ে আলোচনা করার প্রয়াস পেয়েছি। বিভিন্ন অসুখ-বিসুখের কি প্রতিদান আল্লাহ তা’আলা স্বীয় বান্দাদের জন্য রেখে দিয়েছেন এবং রোগীর খেদমতকারীরাই বা কি বিনিময় লাভ করবে সহীহ হাদীসের আলোকে তা তুলে ধরা হয়েছে! পরিশেষে মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন স্বজনদের কি করণীয় এবং মৃত্যুর পর সবর করার তরীকা এবং তার পুরস্কারই বা কি তাও তুলে ধরা হয়েছে। রেফ বিল্লাহ ডা: আব্দুল হাই (রহ.).এর সোহবত প্রাপ্ত ডা: আমজাদ আহসান লী সাহেব রোগীর সেবা শুশ্রাষা করার ফযীলত এবং চিকিৎসকের গুণাবলী কেমন হওয়া দরকার সে সম্পর্কে ছোট্ট একটি পুস্তিকা রচনা করেছেন যা ছোট হলেও বেশি উপকারী, বইটির নাম হল “ইয়াদাতে মারীজ কে ফাযায়েল আওর মুআলিজ কে আওসাফ” উক্ত বইতে তিনি সুন্দর একটি কথা বলেছেন। পাঠকদের জন্য তা তুলে ধরছি। “তিনি বলেন, কয়েক বৎসর পূর্বে আমি ডাক্তার আব্দুল হাই রহ. (যিনি হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহ: এর খলীফা ছিলেন) এর খেদমতে হাজির হয়ে আরজ করলাম হযরত! “একজন মুসলমান ডাক্তারের জন্য কিভাবে প্রার্টিস করা উচিত তা আমাকে শিখিয়ে দিন ।” হযরত বললেন, চিকিৎসা বিদ্যার সার কথা হলো আল্লাহ তা’আলার প্রতি মনোনিবেশ করা । আমি যখন আমার চিকিৎসালয়ে আসি তখন একবার এই আয়াত পাঠ করি- (অর্থাৎ আপনি পবিত্র । আমাদের মধ্যে সেই জ্ঞানই রয়েছে যা আপনি শিক্ষা দিয়েছেন । নিশ্চয়ই আপনি সর্ব প্রজ্ঞাময়.

বইয়ের নামঃ বৃক্ষ কথা

Download Now

uNANI BANGLA BOOK 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button