বাংলা পিডিএফ বই সমগ্র Download❤️(All)
আপডেট ভার্সন বাংলা পিডিএফ বই সমগ্র ডাউনলোড করার জন্য আমাদের সাইট ফলো করুন এই পোস্টটি।
৫০০টি বাংলাদেশের বেস্ট সেলার পিডিএফ বই
বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য বই সাহেব বিবি গোলাম ইন্দিরা দেবী চৌধুরাণী। এতদিন “সাহেব বিবি গোলাম” বইখানিতে মশগুল ছিলেম । শেষ হয়ে গিয়ে খালি খালি লাগছে। যেন বহুদিনের বন্ধু-বিচ্ছেদ হল, সঙ্গহারা হয়ে পড়লেম। সেই সঙ্গসুখ আরও কিছুদিন টেনে রাখবার জন্যে ইচ্ছে হল বইখানির একটা সমালোচনা লিখি, তবু তো সেই সব লোক নিয়ে নাড়াচাড়া করতে পারব। লজ্জার সঙ্গে স্বীকার করছি যে যদিও আমি খুব গল্পভক্ত, তবুও বাঙলা গল্পের বই খুব কমই পড়ি, বিশেষতঃ আজকাল । খবরের কাগজই আমাদের বেদ, কোরাণ, বাইবেল। দিনান্তে একবার সে নিত্যকৃত্য সমাপন করতেই হয়, তা একঘেয়েই লাগুক আর ঝিমুনিই পাক। তার উপর যদি কখনো ছেলেপিলের পড়বার টেবিলে ইংরিজি কোন পুরানো টিক্টিকির বই পড়ে থাকতে দেখি ত গোপনে নেশাখোরের মত সেটা সংগ্রহ করে রাত ১২টা/১টা পর্যন্ত উপভোগ করি। এহেন লোকের হাতে কি সূত্রে “সাহেব বিবি গোলামে’র মত মস্তমোটা একটা বাঙলা বইভ্সৈ পড়ল তা ঠিক মনে নেই। তবে এটুকু মনে আছে যে প্রথম ক’পাতা পড়েইনেশা ধরেছিল, তারপরে কে একজন বিনা বাক্যব্যয়ে বইটি পড়তে নিয়ে গেল এব মজাট ছেড়া অবস্থায় ফেরত দিলে । তারপর থেকে যে ধরেছি, শেষ করে তবে ছেড়েছি; খবরের কাগজের প্রতিদন্ৰিতা বা ঘড়ির প্রতিযোগিতা, কিছুতেই আটকাতে পারেনি। দুঃখের বিষয় সব জিনিসেরই শেষ আছে। সর্ধেয় প্রমথ চৌধুরী মহাশয়ের লেকার সঙ্গে ধীদের পরিচয় আছে, তীরা জানেন যে “মলাট সমালোচনা” নামে তার একটি প্রবন্ধ সংগ্রহে স্থান পেয়েছে।
আমিও মহাজনের পন্থানুসরণপূর্বক মলাট থেকে সমালোচনা শুরু করেছি। আমার একটি ইচড়ে- পাকা নাতি মনে করেন সমালোচনা মানেই বিরুদ্ধ আলোচনা । যদিও আমি তার মতে সায় দিইনে, তবে মনে করি যে বিরুদ্ধ সমালোচনা যা আছে (কিছু ত থাকবেই) তা আগেভাগে সেরে ফেলাই ভাল । তারপর মধুরেণ সমাপয়েৎ। মলাটের ছবিগুলির মধ্যে সাহেবের (অর্থাৎ বাবুর) প্রতিকৃতিটি ভাল হয়েছে, অর্থাৎ বাবরিকাটা চুল, সাফ রঙ ও হাতে ফরাসীর বর্ণনার সঙ্গে মিলেছে। কিন্তু বিবির (বা বউয়ের) ছবিটি আমার মনঃপৃত হয়নি। অবশ্য যে সৌন্দর্য লেখনীতে ফোটে, এ পর্যন্ত তুলিতে কেউ তা ফোটাতে পারেনি । শকুন্তলা বা পার্বতীর ছবি কি কেউ কালিদাসের কবিতার সমতুল্য আঁকতে পেরেছেন? তবু ছোট বউয়ের সুন্দর সৃক্্ম সরস রূপবর্ণনার তুলনায় ছবিটি নিতান্ত নিরেশ হয়েছে বলে মনে হয়। কিন্তু গোলামেই আমার সবচেয়ে বেশি আপত্তি। আমাদের ত স্মৃতি পৌনে শতাব্দী পর্যন্ত পিছিয়ে যায়, কিন্তু কোন বড়বাবুর বা বড় সাহেবের চাকর বা খানসামার এ রকম বেশ দেখেছি বলে ত মনে পড়ে।