Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

মেডিকো বই PDF Download❤️(All)

Medico Note PDF Medical Admission links:

chemistry 1 medico pdf

chemistery 2nd medico pdf

বই রহস্য:-
“নিহত জ্যোৎস্না” বইটি সামাজিক বিষয়কে কেন্দ্র করে লিখিত হয়েছে। গভীর সংবেদনশীল মন ও তীব্র অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে দেখলে গল্পের প্রতিটি চরিত্রের সাথে সমাজের ঘটে যাওয়া প্রতিটি ঘটনা দেখতে পারবেন। বইয়ের মূল রহস্য হিসেবে এক কথায় বলা যায়, “সম্পর্ক”। সেটা স্বামীর সাথে স্ত্রীর, সন্তানের সাথে বাবা-মার বা যে কোন সম্পর্ক হতে পারে।
বইটি কেন পড়বেন:-
তরুণ ছেলেটি কে, গয়নার বাক্স খালি কেন? গয়নার বাক্সের সাথে কি তরুণের কোন যোগসূত্র আছে?
সত্যের সংঘাত টা কি?
মোহিত আরেকটি বিষন্ন সন্ধ্যার অপেক্ষায় থাকে কেন?
স্বামী-স্ত্রীর আলাদা হবার কুফল তাদের সন্তানের উপর পরে। পরিসমাপ্তিতে তাদের সন্তানের কি হয়?
এমন সব শত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পড়তে হবে “নিহত জ্যোৎস্না” বইটি।
ভালোলাগা উক্তি:-
বাড়ির বাইরে দু’জন যুবক-যুবতী, দুটি উত্তপ্ত শরীর, তারা কী করতে পারে? সারারাত তারা নিশ্চয়ই রবীন্দ্রসংগীত শুনে কাটিয়ে দেয়নি!
বইটির ভালো দিক:-
“নিহত জ্যোৎস্না” বইয়ের প্রতিটি গল্পে রয়েছে গভীর জীবনবোধ। নিশ্চিত থাকুন পড়তে লাগলে হতাশ হবেন না। কাহিনির গভীরতা, প্রাঞ্জল বর্ণাশৈলী ও গল্পের গতিশীলতা নিমিষেই আপনাকে নতুনভাবে চিন্তা করতে শেখাবে।
বইটির খারাপ দিক:-
বইটি পাঠকালীন পাঠক নিজেই নিজেকে খুঁজে পাবে। এজন্য বইটি অসাধারণ। তবে কিছু বানান ভুল রয়েছে। সবগুলো একসঙ্গে বলা সম্ভব না। “নৈঃশব্দের রাত” গল্পে “স্ক্রিন” বানানে একবার ‘ন’, আরেকবার ‘ণ’ ব্যবহার লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button