জগদীশ চন্দ্র ঘোষের গীতা PDF Download❤️
শ্রীগীতা (জগদীশ চন্দ্র ঘোষ)pdf ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। জগদীশ চন্দ্র ঘোষের গীতা pdf download
বিরাটরাজ্যে জগদীশ ভীম্ম-দ্রোন-কর্ণসহ সমস্ত কৌরব সৈন্যদলকে নিয়ে ছিনিমিনি খেলেছেন, ছত্রাকার করে দিয়েছেন। অসমসাহসী অকুতোভয় ও নিষ্পাপ অর্জুন ছিলেন পরম ধার্মিক, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সখা এবং সাক্ষাৎ নর-খষি অবতার। এমন মহিমা সম্পন্ন মহামতি অর্জুন যুদ্ধে অবতীর্ণ হয়ে মায়া-মমতা ও শোকে বিহ্বল, নয়ন অশ্রুসিক্ত, বিষাদে অবসন্ন হয়ে রথে বসে পড়েছেন। তিনি বিবেকজ্ঞান ভষ্ট হয়েছেন, ধর্মধর্মজ্ঞান তার লোপ পেয়েছে। মনস্থির করেছেন, ক্ষত্রিয়োচিত যুদ্ধ করবেন না, ভিক্ষান্নে জীবন নির্বাহ করবেন-_ যা ক্ষত্রিয়ের জন্য ধর্মে অনুমোদিত নয়। সাধারণ মানুষও আপৎকালে এমনই দিশাহারা হয়ে থাকেন এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে ভুল পথে চালিত হরে থাকেন। উল্ত্রাস্ত ও শরণাগত অর্জুনকে উপলক্ষ করে ভগবান স্বয়ং অতি সুন্দর ব্যাখ্যা দ্বারা ধর্মীয় বিষয়সকল পুষ্থানুপুঞ্ঘভাবে সমগ্র মানবজাতীর কল্যাণের নিমিত্ত ধর্মকষেত্র কুরুক্ষেত্রে ব্যক্ত করেন। স্বয়ং ভগবানের মুখনিঃসৃত এই ধর্মবাণীইশ্রীমদ্ভগবদ্ শীতারূপে আত্মপ্রকাশ করে। গীতা ভগবানের সাক্ষাৎ বাক্য মূর্তিস্বরূপ। হিন্দুদের এই পবিভ্রতম ধর্মগ্রন্থ সকল কালের, সকল বর্ণ-ধর্ম-আশ্রম ও সম্প্রদায়ের প্রতিটি মানুষের ‘ উপযুক্ত এবং গ্রহণযোগ্য এক সর্বশ্রেষ্ঠ ধর্মদর্শন যোগ, এক অদৈত বেদাস্ত-দর্শন।
কিভাবে এই জন্ম-মরণ চক্ররূপ দুঃখময় সংসারহতে মুক্তি প্রাপ্তি সম্ভব, কিভাবে শাশত সুখ প্রাপ্তি সম্ভব এবং কিভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব-_গীতা মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে। বেদ এবং বেদাস্তই হল সনাতন ধর্মের আশ্রয়, অবলম্বন ও প্রমাণ। এই বেদ এবং বেদাস্তের সারাৎসার হল শ্রীভগবান উপদিষ্টশ্রীমদভগবদ্গীতা । পরম করুণাময় ভগবান যোগস্থ হয়ে গীতার উপদেশ প্রদান করেছেন। উপনিষদরূপ গাভী দোহন করে ভগবান গীতারূপ দুগ্ধ সঞ্চয়ন করেছেন। সমস্ত দর্শনের সমাবেশ গ্ীতাতে পরিলক্ষিত হয়, অথচ গীতা বিশেষ কোনও দর্শনের অন্তর্গত নয়। জীব ও ব্রন্মের এঁক্য গীতাতে প্রতিপাদিত হয়েছে।সকল শাস্ত্রের, ধর্মের, দর্শনের মর্মবাণী ও সার উপদেশাবলী গীতাতে সংকলিত ওসুচারুরূপে সংক্ষেপে বর্ণিত হয়েছে। গীতাশান্ত্র সকল শাস্ত্রের সারভূত সর্বোচ্স্থানীয় ধর্মোপদেশ। তত্বমসি বেদাস্তবাক্য হতে যে পরমতত্বের জ্ঞান প্রাপ্তি হয়–সেই জ্ঞানই গ্ীতাতে উপদিষ্ট হয়েছে এবং সেই পরমতত্তুই ভগবান শ্রীকৃষ্ণতত্্। গীতার প্রথম ছয়টি অধ্যায় নিয়ে গঠিত প্রথম ষট্ক। এখানে “তৎ পদের বিশ্লেষণ করা হয়েছে, এইটি কর্মকান্ড। সপ্তম হতে দ্বাদশ অধ্যায় নিয়ে গঠিত দ্বিতীয় ষট্ক। এখানে “তম” পদের বিশ্লেষণ করা হয়েছে, এটি ভক্তিকাণ্ড। অস্তিম ছয়টি অধ্যায় নিয়ে গঠিত তৃতীয় ষট্ক। এখানে “অসি” পদের বিশ্লেষণ করা হয়েছে, এটি জ্ঞানকাণ্ড। তত, তম ও অসিকে নিয়ে তত্বমসি–এই তত্ত্মসিই বেদাস্তের মহাবাক্য। কর্মনিষ্ঠা, জ্ঞাননিষ্ঠা ও ভক্তিনিষ্ঠার সমস্ত দিকগুলি অতি সুন্দর ও সরলভাবে গীতাতে উন্মোচিত হয়েছে।
Jagadish Chandra Ghosh’s Gita pdf download link: