Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

হিলইয়াতুল আউলিয়া PDF Download❤️

বইয়ের নাম: হিলইয়াতুল আউলিয়া PDF Download

পিডিএফ ডাউনলোড

book حلية الأولياء وطبقات الأصفياء (হিলইয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া (১-৮ খণ্ড)
Author
Publisher
বুক ফরমেট
Language Arabic

হযরত ইমাম জাফর ছাদেক (রহঃ)  পারাচতি £ তার নাম জাফর ছাদেক (রহঃ), কুনিয়াত আবু মুহাম্মদ । তার মান-মর্যাদা, শিক্ষা- দীক্ষা, যোগ্যতা ও অলৌকিক ক্ষমতাবলীর কথা যত বেশীই বলা হোক না কেন তা হবে অকিঞ্চিথকর। তিনি হযরত রাসূলে করীমের (দঃ) উম্মার মাথার মুকুট এবং সেরা আদর্শ পুরুষই নন; বরং সত্য ও সততার মূর্ত গ্রতীক। তিনি জগতের আউলিয়া-আবদালদের মধ্যমণি, শেরে খোদা হযরত আলীর (রহঃ) বংশের গৌরব। তিনি প্রধান ওয়ারেছে নবুবী। আহলে বাইতের মধ্যে সুবিখ্যাত ছাদশ ইমামেরও অন্যতম। , “. অর্ধাদা ও যোগ্যতার পরিমীপ £ হযরত রাসূলে করীমের (দঃ) সাহাবায়ে কেরামের পরে মর্যাদার দিক দিয়ে তাবেয়ীদিগের স্থান। এদের মধ্যে জাফর ছাদেক (রহঃ) ছিলেন অন্যতম । এলমে কোরআন, হাদীস ও ফিকাহ শান্ত্রে যেমন তীর অপূর্ব দক্ষতা ছিল, এলমে মারেফাতেও ছিলেন তেমনি সমকালীন যুগের সেরা ।

একদিকে তিনি বহু হাদীস বর্ণনা করেছেন, অন্যদিকে এলমে মারেফাতে ও বহু তত্বপূর্ণ বাণী রেখে গেছেন। সংক্ষেপে বলা যায়, এলমে শরীয়ত ও মারেফাত উভয় দিকেই পারদর্শী ছিলেন।  আহলে বাইতের প্রতি মহরত £ হযরত রাসূলে করীম দেঃ) তার উন্মতকে আহলে বাইত তথা তান পরিবার-পরিজনদের প্রতি ভালবাসা পোষণ করতে নির্দেশ করেছেন। সে মতে প্রত্যেক মুসলমানের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালবাসা প্রদর্শন করা একান্ত কর্তব্য। (এই প্রসংগে একটি বিষয় উল্লেখ করতে হয়। তা হুল স্থুল বুদ্ধিসম্পন্ন কিছু সংখ্যক লোক দেখা যায়, যারা বলে থাকে যে, আহলে সুন্নত অল জামাত আহ্‌লে বাইতের সাথে,কিছুটা বিদ্বেষ ভাব পোষণ করেছিলেন। আসলে এ এক ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। যেখানে প্রকৃত পক্ষে আহুলে বাইতের লোকদের গ্রতি বেশী মহববতশীল লোক, তাদের সেখানে কেমন করে এ কথা বলা যায় যে, তাঁরা আহলে বাইতের সাথে দুশমনি করে?) –  ইমাম শীফেযীর (রহঃ) বিরুদ্ধে রােজী হওয়ার অভিযোগ ঃ হযরত ইমাম শাফেয় (রহঃ) আহলে সুন্নত অল জামাতেরই লোক। তিনি আহুলে বাইতের প্রতি অধিক আকৃষ্ট এবং মহব্বতশীল ব্যক্তি ছিলেন যে, তৎকালীন সরকারের পক্ষ থেকে তাকে রাফেজী আখ্যা দিয়ে বন্দী করা হল।

তিনি তখন মনের খেদে এক কবিতা লিখেন  “লাও কানা রাফা হুববু আলি মুহাম্মাদিন ফালি ইয়াশহাদিছছাব্ালানি আন্নী রাফিজুন”  অর্থাৎ ৫ হুজুরের পরিবারকে ভালবেসে যদি রাফেজী হতে হয়, তবে আমার রাফেজী হওয়ার ব্যাপারে জগতের সমগ্র জ্বীন ও মানব যেন সাক্ষী থাকে।  ননী বা আহলে সুন্নত অল জামাতের পরিচয় ঃ প্রকৃত আহলে সুন্ূত অল জামাত ৰা সুন্ী লোকের’ পরিচয় হুল রাসুলে কারীম (দঃ)-এর পরিবার-পরিজন বা তার বংশাবলীর কোন লোকের মর্যাদার তারা অসমর্থক নন; বরং তাদেরকে তারা সর্বাপেক্ষা বিশিষ্ট মর্াদার অধিকারী বলে মনে করেন।  আধ্যাত্িক প্রভাব £ হযরত জাফর ছাদেকের আমলে মুসলিম জাহানের খলীফা ছিলেন মনসুর বিল্লাহ! হিজরী চতুর্থ শত্বকের প্রথম দিকে তিনি খেলীফতের আসনে. আরোহণ করেন। তিনি ইমাম জাফর ছাদেকের বিরাট ব্যক্তিতৃ, প্রভাব এবং তীর প্রতি জনসাধারণের অগাধ ভক্তি, শ্রদ্ধা ও আকর্ষণ .দেখে মিজের জন্য অকল্যাণকর মনে করলেন।’ একদা তিনি উজীরকে নির্দেশ দিলেন জাফর ছাদেককে গ্রেফতার করে দরবারে নিয়ে এস আমি তাকে হত্যা করব।

Link:

Free Bangla Download Pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button