Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

ওজিফা বই PDF Download❤️

অজিফা ভান্ডার PDF Download | Ojifa in Bangla pdf book | সিয়া সিত্তাহ pdf

হিজামা সহজ, নিরাপদ এবং খুবই কার্যকরী একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। যাকে ইংরেজিতে কাপিং থেরাপি ), আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে রক্তমোক্ষণ ও ইউনানী চিকিৎসা শাস্ত্রে হাজামৎ বলা হয়।  হিজামা আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেয়া।  অনেকক্ষেত্রে আঞ্চলিক বাংলায় বলা হয় শিঙ্গা লাগানো। হিজামা হচ্ছে শিঙ্গা লাগানো নামক প্রচলিত চিকিৎসার আরবি নামকরণ, যেখানে দেহের ত্বকের নির্দিষ্ট কোন অংশে সামান্য কেটে কাপ আকৃতির বায়ুরোধী ছোট পাত্র নিশ্ছিদ্রভাবে এটে দিয়ে তা বাযুশ্তন্য করে শরীরের অসুস্থতা নিরাময় করা হয়।

কিছু ক্ষেত্রে ত্বক না কেটেও এই চিকিৎসা প্রয়োগ করা হয়। যেখানে বিশেষ ধরনের কাপ সদৃশ আনুষাঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করে ত্বকের উপর প্রথমে নেগেটিভ সাকশান দেয়া হয়।  হিজামার মাধ্যমে দুষিত রক্ত বের করা হয়। এতে শরীরের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া,তক ও শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।  নবী হজরত মুহাম্মদ (সাঃ) একে সর্বোত্তম চিকিৎসা বলে উল্লেখ করেছেন, যা একাধিক বিশুদ্ধ হাদীসে পাওয়া গিয়েছে।  হিজামা (4৯) একটি সুন্নাহ চিকিৎসা পদ্ধতি। হিজামা অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসেবে আরব বিশ্বসহ বিভিন্ন প্রাচীন সভ্যতায় ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায়ও জনপ্রিয় ।  হিজামা থেরাপী ৩০০০ বৎসরের পুরাতন। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ভারত ও আমেরিকায় বহু পূর্বে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে।

Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button