Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম রিভিউ + PDF Download

বই: মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
লেখক: পিনাকী ভট্টাচার্য

মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম  বুক রিভিউ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস হয়তো অগোচরে,আড়ালেই থেকে যাবে ।আর ইতিহাসের নামে ঘোলা জল খাইয়ে অপপ্রচারমূলক সম্প্রচার করে যাবে ।বৃথা যাবে দশ লক্ষ শহীদের আত্মত্যাগ আর এক কোটি শরণার্থীদের আত্মচিৎকার ।

এখন যেন স্বদলীয় আর স্বকৃতিতে রচিত ইতিহাসেই হলো প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস ।হয়তো প্রোপাগণ্ডার আড়ালে বুক চাপড়ে মারা পড়বে রহস্যেঘেরা নির্ভেজাল ইতিহাস ।

এই ভোগান্তি থেকে রক্ষা করলেন কিছু অনবদ্য নিষ্ঠাবান লেখক, তারা রচনা করলেন সত্য সঠিক ইতিহাস, যাদের মধ্যে পিনাকী ভট্টাচার্য উল্লেখযোগ্য। তিনি রচনা করেছেন “মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম”। রচিত হলো কৃষ্ণ গহ্বরে হারিয়ে যাওয়া এক খন্ড মণিমুক্তা।
ইসলামফোবিয়া যাদের হৃদয়ে রক্তে মিশে আছে তাদের একটি দল মুক্তিযুদ্ধকে ইসলাম এর বিপরীতে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে। আর তা বাস্তবায়িত করেছে মিডিয়া। ইয়াং জেনারেশনের স্নায়ুতে যুদ্ধাপরাধী,রাজাকার মানে ইসলামী ব্যক্তিবর্গ আর ইসলামী ব্যক্তিবর্গ মানে যুদ্ধাপরাধী ! এই বিকৃত,অসুস্থ মন-মানসিকতার আগ্রাসন দূর করার জন্য “মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম” প্রেসক্রিপশন হিসেবে উপস্থাপিত হয়। এটি মুক্তিচিন্তাধারার লোকদের জন্য আলোর ঝলক।
সংগ্রামী শুরুতে ইসলামী ধারা অব্যাহত থাকলেও শেষে কিভাবে সেক্যুলারিজমের অনুপ্রবেশ হলো, কেন কিছু দল সংগ্রামী হলেও মূল সংগ্রাম ধারা থেকে পিছিয়ে থাকলো, এ অস্পষ্ট বিষয়গুলো পিনাকী ভট্টাচার্য লেখনীতে সুস্পষ্ট প্রতিফলিত হয়েছে।
~ সাইফুল ইসলাম সাইমান
তারিখ:২৯/৭/২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button