Bangla Book Pdf Download (All)
যদ্যপি আমার গুরু Pdf Download – Joddopi amar guru book download pdf
Joddopi amar guru book download pdf download and rewview:
Title | যদ্যপি আমার গুরু |
Author | আহমদ ছফা |
Publisher | মাওলা ব্রাদার্স |
ISBN, format | 9844100224, pdf |
Edition | 6th Print , 2013 |
Number of Pages | 110 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে চলমান বিশ্বকোষ বললে খুব একটা অত্যুক্তি করা হয়না। অর্থশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, শিল্প-সাহিত্য, ধর্ম-সংস্কৃতি এই সবগুলো বিষয়ে তিনি বিশেষজ্ঞদের মতো মতামত দেওয়ার ক্ষমতা রাখেন। তাঁর পাণ্ডিত্যের খ্যাতি সর্বজনবিদিত। সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষাপীঠসমূহের শ্রেষ্ঠ মনীষীদের অনেকই একবাক্যে তার মেধা এবং ধী-শক্তির অনন্যতা স্বীকার করেন নিয়েছেন।
বাংলাসাহিত্যের বিশিষ্ট লেখক আহমদ ছফাও তাদের ব্যতিক্রম ছিলেন না । পিএইচডি থিসিসের ব্যাপারে পরামর্শ নিতে গিয়ে আব্দুর রাজ্জাকের সাথে আহমদ ছফার পরিচয় হয়। এরপর উনিশশো বাহাত্তর সাল থেকে শুরু করে উনিশশো চুরাশি সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় একযুগ সময়ের সবটাই তিনি আব্দুর রাজ্জাকের সাহচর্যে ছিলেন। ধর্ম, সমাজ, রাষ্ট্র ইত্যাদি বিষয় নিয়ে তার বক্তব্য শুনেছেন। আহমদ ছফার মতে, তার দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে, প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার ব্যাপারে আব্দুর রাজ্জাকের মতো তাকে আর কেউ অতোটা প্রভাবিত করতে পারেনি।
অধ্যাপক রাজ্জাক আহমদ ছফাকে ঠিক কতটা প্রভাবিত করতে পেরেছে সেটা এই বইটা পড়লেই বোঝা যায়। কারণ একজন মানুষের উপর ঠিক কতটা মুগ্ধতা কাজ করলে এমন খোলামেলা, তীক্ষ্ণ, গভীর এবং সরস এমন একটি বই রচনা করা সম্ভব সেটা এই বই না পড়লে বোঝা যাবেনা । তিনি অধ্যাপক রাজ্জাকের উচ্চারিত বাক্যের শুধু প্রতিধ্বনি করেননি, ব্যাখ্যা করেছেন, উপযুক্ত পরিপ্রেক্ষিতে স্থাপন করেছেন, প্রয়জনে প্রতিবাদও করেছেন। এখানেই গ্রন্থটির আসল উৎকর্ষ।
#পাঠ_প্রতিক্রিয়াঃ ‘যদ্যপি আমার গুরু’ বইটিকে আত্মজীবনীমূলক বই বলা যায়, যেহেতু অধ্যাপক আব্দুর রাজ্জাকের জীবনের নির্দিষ্ট একটা সময়ে উনার চিন্তাভাবনা আর কর্মকান্ডের বর্ণনা দিয়ে আহমদ ছফা বইটা লিখেছেন। অধ্যাপক আব্দুর রাজ্জাক বইটিতে নিজের কথা বলতে গিয়ে তার সময় সমাজ এবং সমকালীন বিশ্বের কথা বলেছেন। সামাজিক দলিল হিসেবেও বইটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বইটিতে রাজ্জাক স্যারের একটা কথা জানা যায়,
“পড়ার কাজটি অইল অন্যরকম। আপনে যখন মনে করলেন, কোনো বই পইড়্যা ফেলাইলেন, নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন, নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনের ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না অইতে পারে, আপনের শব্দভান্ডার সামান্য অইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধইর্যা নিবেন , আপনের পড়া অয় নাই।”
বই পড়ে টুকটাক লেখার চেষ্টা করা হলেও প্রথমবার রাজ্জাক স্যারের কথাটা মনের ভিতর পুরোপুরি গেঁথে গিয়েছিলো বইটা পড়তে পড়তে। একসময়ে নন- ফিকশন বইয়ের প্রতি ব্যক্তিগত ভাবে বিরূপ মনেভাব থাকা সত্ত্বেও এই বইটা যেনো একজন জ্ঞানতাপসের সংস্পর্শে আসার মাধ্যম। বইটা রাজ্জাক স্যারের চিন্তাভাবনার সাথে সাথে সেই সময়ের সমাজেরও একটা চিত্র পাঠকের সামনে তুলে ধরে।
যদ্যপি আমার গুরু আহমদ ছফা Pdf free Download link:
Joddopi Amar Guru PDF