Currently set to Index
Currently set to Follow
Bangla Book Pdf Download (All)

সহবাসের ইসলামিক বই PDF Download❤️(All)

নব দম্পতির জন্য বই বিবাহ বাসর সহবাসের ইসলামিক বই pdf | বিয়ের আগে ও পরে বই pdf download | আদর্শ বিবাহ ও দাম্পত্য pdf | সুখী দাম্পত্য জীবন pdf

হুমায়ূন আগে থেকেই পটভূমি তৈরি করে রেখে গিয়েছিলেন। যদিও তীর জন্মকালে হুমায়ূনের বড়ই দুর্দিন চলছিল। তিনি চৌসার যুদ্ধ, ২৬ জুন, ১৫৩৯ এবং বিলগ্ামের যুদ্ধে, ১৭ মে, ১৫৪০, হেরে গিয়েছিলেন। ওই দুটি যুদ্ধে তিনি শের খা, শেরশাহ সুরির কাছে পরাজিত হন এবং ভাগ্য তার সহায় হয়নি। যদিও বিলগ্রামের যুদ্ধের তীর দুই ভাই মির্জা জিন্দাল ও আসকারিও সাহায্য করেছিলেন, তা সত্বেও পরাজয় তার পিছু ছাড়েনি। এই যুদ্ধের পর শের খা অতি সহজে দিল্লি ও আগা অধিকার করে নেন।  চৌসার যুদ্ধ তো হুমায়ূনের জন্য এত কঠিন সংথাম বলে প্রমাণিত হয় যে, এতে মোগল সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এক সময় তো হুমায়ুন সম্পূর্ণ একা পড়ে যান। তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে নদীতে ঝাঁপ দিয়ে শের খী-র সৈনিকদের থেকে মুক্ত হন।

এসময়ে বাচ্চা শক্কা নামক এক ভিশতির সাহায্যে তিনি তার জীবন বাচান। যে ভিশতি তীর জীবন রক্ষা করেন, হুমায়ূন দিল্লি পৌছে তাকে একদিনের বাদশাহি দান করেন। কথিত আছে বাচ্চা শক্কা একদিনের বাদশাহিত্যেই চামড়ার মুদ্বা ঢালাই করে চালিয়ে দিয়েছিলেন।  বিলথামের যুদ্ধে পরাজয়ের পর হুমায়ূনের শেরশাহ দ্বারা দিল্লি ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়। শের খা দিল্লি ও আগ্লী অধিকার করে নেন। এমতাবস্থায় হুমায়ুনকে তার বেঁচে বর্তে যাওয়াসৈনিক এবং তীর বিশ্বস্তদের নিয়ে সিন্ধু অভিমুখে রওনা হয়ে যেতে হয়।  এক বছরেরও বেশি সময় অবধি ভবঘুরের মতো জীবন কাটানোর পর তিনি হিন্দাল পৌছান। হিন্দালের সুপ্রসিদ্ধ আধ্যাত্মিক গুরু পারস্যবাসী, শিয়া সম্প্রদায়ের বাবা দোস্ত মীর আলী আকবর জামীর শরণে গিয়ে পৌছান।  ওই সময়ে হুমায়ূনের সেনাদলের সেনাপতি তাকে একটি দৃরদর্শিতাপূর্ণ পরামর্শ দেন  “আপনি যদি বাবা মীর আলী আকবর জামীর কৃপাদৃষ্টি লাভ করতে পারেন তাহলে দিল্লির তখত ফিরে পেতে আপনার আর খুব বেশি দেরি হবে না।  “কী ভাবে?’ আন্তরিকতার সাথে প্রশ্ন করেন হুমায়ুন।  সিন্ধু, পারস্য, কাবুল, কান্দাহার এবং আশপাশ ও অন্য এলাকার শিয়া মুসলিম-গরিষ্ঠ এলাকা। বাবা মীর আলী আকবর জামীর প্রতি পুরো শিয়া সম্প্রদায়ের শ্রদ্ধা রয়েছে।
Link:

স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button