ভূমি আইন বই PDF Download❤️(All)
বাংলাদেশ ভূমি আইন ২০২০ pdf || ভূমি আইন বই pdf
লেখকের প্রাক কথন: ভূমি জরিপে খতিয়ান সংশোধন পদ্ধতি অত্যন্ত জটিল, স্পর্শকাতার সময়বহুল, কষ্টসাধ্য ও ধৈ্যপূর্ণ কাজ। জরিপ কাজে ভূমি মালিকগণকে খতিয়ান সংশোধন বা প্রণয়ন প্রণয়ন করা কষ্টসাধ্য ব্যাপার এবং অযথা হয়রানীর সম্মুণীন হতে হয়। আমিনগণ কিস্তোয়ার (নক্সা প্রণয়ন), খানাপুরী (রেকর্ড প্রণয়ন), বুঝারত (খেসড়া পর্চা বিতরণ) স্তরে, রাজস্ব কর্মকর্তাগণ তসদিক, বিবাদ, আপত্তি, আপীল স্তরে, চূড়ান্ত প্রকাশনা কর্মকর্তা কর্তৃক প্রিন্টেড খতিয়ান ও নক্সা বিতরণকালে খতিয়ান ও নক্সা সংশোধন করে থাকেন। এছাড়াও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সর্বশেষ প্রকাশিত ভুল খতিয়ান সংশোধনের আদেশ প্রদান করে থাকেন। অত্র গ্রন্থটিতে ভূমি জরিপের ধারাবাহিক স্তরগুলির নমুনা খতিয়ান ও নক্সার সাহায্যে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও ভূমি আইন এতে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত আইন (সংশোধিত ২০০৪ সনে), ১৯৫০ এর ১৪৩ ও ১৪৯৪), ১৪৫ ধারা, প্রজাস্বত্ বিধিমালা ১৯৫৫ এর ২৩৩), ২৩৫৪), ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৪২ বিধি, সার্ভে এন্ড ম্যানুয়াল ১৯৩৫ এর ৫৩৩, ৫৩৪, ৫৩৭, ৫৩৮ বিধি ধারাসহ খতিয়ান সংশোধন বিষয়ে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্কুলার ও নির্দেশনা এর সাহায্যে খতিয়ান সংশোধন পদ্ধতিসমূহ বিশদভাবে উল্লেখ করা হয়েছে। অত্র গ্রন্থটিতে সাবেক হাল নক্সার সাহায্যে দাগ ভাঙ্গানো, খাস জমি সনাক্তকরণ, হাউজিং ও মৌজা নক্সা, একোয়ার নক্সা/ছুট ভূমি, দোকর ভূমি, ফোরশোর ভূমি, রেকর্ভীয় বিক্রীত দখলীয় ভূমি নক্সা, কাল্পনিক ভূমি-নক্সা খতিয়ান, নয়নজুলি ভূমি, পেরীফেরী নক্সার বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে আলোকপাত করা হয়েছে যা পাঠক শ্রেণির উপকারে আসবে বলে আমার বিশ্বাস।
বইয়ের নাম | ভূমি আইন বই – বাংলাদেশের ভুমি ব্যবস্থাপনা ও ভুমি আইন |
Author | জনেন্দ্র নাথ সরকার |
Publisher | কামরুল বুক হাউস |
Country | বাংলাদেশ |
ফাইল ফরমেট | পিডিএফ ডাউনলোড |
সর্বপ্রথম অত্র বইয়ে খতিয়ানের দাগ সংশিষ্ট নযুনা নক্সা সংযুক্ত করা হয়েছে যাহার সাহায্যে মোকদ্দমার আরজি জবাব প্রস্তুত, দলিলের ১৫নং কলাম পূরণ করিতে, নামজারী জমাভাগ মোকদ্দমায় কলমী নক্সা সংযুক্ত করতে, সার্ভে কমিশন রিপোর্ট প্রণয়ন করিতে, সার্ভে প্রশিক্ষণ গ্রহণ করিতে, ভূমি সংশ্লিষ্ট বিভির প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে এবং ভূমি ক্রয় বিক্রয় তথা ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে । এই বইয়ে খতিয়ান সংশোধনের জন্য বিভিন্ন ধরনের কেইস, দরখাস্ত, রায়, আদেশ সংশোধনী খতিয়ান, নক্সা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যাহাতে পাঠক সহজেই বুঝতে সক্ষম হইবেন। আমার দৃঢ় বিশ্বাস বইটি পড়িলে প্রাঠক সহজেই খতিয়ান সংশোধন বিষয়ে বিভিন্ন স্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করির্তে পারিবেন। এ বইয়ের উল্লেখিত নমুনা নক্সা, খতিয়ান, কেইসের বাদী-বিবাদী, তফসিল, রায়-ডিক্রী বা আদেশ, ঘটনার স্থান, কর্মকর্তার নাম-পদবী, কার্যালয়ের নাম-ঠিকানা সম্পূর্ণ কাল্পনিকভাবে উপস্থাপন করা হইল এবং নমুনাগুলি পরামর্শমূলক তথ্য কণিকা যা কোন ভাবেই আইনগত (মোকদ্দমা) রেফারেন্স হিসেবে বিবেচিত হবে না। উক্ত বইটি লিখতে গিয়ে হয়তো অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি রয়ে গিয়াছে। সে জন্য সকলের নিকট ক্ষমা, পরামর্শ এবং সহযোগিতা প্রার্থনা করছি।
ভূমি আইন বই PDF Download link: